কবিতার জন্য নিশানায় কবি, এফআইআর দায়ের হল শ্রীজাতর বিরুদ্ধে
কবিতার জন্য নিশানায় কবি। FIR দায়ের হল কবি শ্রীজাতর বিরুদ্ধে। ভাবছেন কেন? একটা কবিতা কী এমন করল যে, তার জন্য কবির বিরুদ্ধে এফআইআর করতে হবে? আসলে অভিযোগ, কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো এবং হিন্দু রীতিনীতিকে অসম্মানের। এই বিষয়ে FIR করা হয়েছে সাইবার পুলিস স্টেশনে।
ওয়েব ডেস্ক: কবিতার জন্য নিশানায় কবি। FIR দায়ের হল কবি শ্রীজাতর বিরুদ্ধে। ভাবছেন কেন? একটা কবিতা কী এমন করল যে, তার জন্য কবির বিরুদ্ধে এফআইআর করতে হবে? আসলে অভিযোগ, কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক বার্তা ছড়ানো এবং হিন্দু রীতিনীতিকে অসম্মানের। এই বিষয়ে FIR করা হয়েছে সাইবার পুলিস স্টেশনে।
আরও পড়ুন নারদ তদন্তে আজই হাইকোর্টে খসড়া রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই
পুলিস সূত্রে খবর, অভিযোগকারী অর্ণব সরকার হিন্দু সংহতি নামে এক অরাজনৈতিক হিন্দু অধিকার রক্ষা সংগঠনের সদস্য। যে কবিতা নিয়ে বিতর্ক, সেটি মূলত উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল এবং তারপর যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর তখতে বসানো প্রসঙ্গে লেখা।
আরও পড়ুন মেডিকায় সুনীল পাণ্ডের মৃত্যু-বিতর্কে, আজই স্বাস্থ্যভবনে জমা পড়তে পারে তদন্ত রিপোর্ট