সকালে বাবুঘাটের কাছে নৌবাহিনীর স্পিডবোটে আগুন

নৌবাহিনীর স্পিডবোটে আগুন। সকালে বাবুঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। যার মধ্যে একটি সেনাবাহিনীর। দুর্ঘটনার পই নৌবাহিনী বিবৃতি দিয়ে জানায় যে ক্ষতিগ্রস্ত স্পিড বোটটি তারা ভাড়া নিয়েছিল। মূলত নজরদারির কাজেই জয়যানটি ব্যবহৃত হত। সকালে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ইঞ্জিন স্টার্ট করার সময় হঠাতই তাতে আগুন ধরে যায়।

Updated By: Oct 4, 2016, 09:26 AM IST
সকালে বাবুঘাটের কাছে নৌবাহিনীর স্পিডবোটে আগুন

ওয়েব ডেস্ক: নৌবাহিনীর স্পিডবোটে আগুন। সকালে বাবুঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। যার মধ্যে একটি সেনাবাহিনীর। দুর্ঘটনার পই নৌবাহিনী বিবৃতি দিয়ে জানায় যে ক্ষতিগ্রস্ত স্পিড বোটটি তারা ভাড়া নিয়েছিল। মূলত নজরদারির কাজেই জয়যানটি ব্যবহৃত হত। সকালে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন ইঞ্জিন স্টার্ট করার সময় হঠাতই তাতে আগুন ধরে যায়।

আরও পড়ুন ভারত-পাক সীমান্তে উত্তেজনা কমার লক্ষ্মণ নেই

সেসময় নৌবাহিনীর কোনও কর্মী ল্পিড বোটে ছিলেন না বলেই বিবৃতিতে দাবি করা হয়েছে। ঘটনায় জখম হয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ঠিকাদারি সংস্থার ২ কর্মী। শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

আরও পড়ুন  ফের পাকিস্তান থেকে ভারতের পথে সন্দেহজনক জলযান

 

.