কুয়াশার কারণে উড়ানে বিলম্ব দমদমে

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আজ সকালে উড়ান ছাড়তে বিলম্ব হয় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে।

Updated By: Nov 7, 2011, 06:06 PM IST

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় আজ সকালে উড়ান ছাড়তে বিলম্ব হয় নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় তেরো থেকে চোদ্দটি উড়ান ছাড়ে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর। অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানের যাত্রীরা বিমানবন্দরের লাউঞ্জেই অপেক্ষা করতে থাকেন। জানা গেছে বিমান ওঠা নামার জন্য নির্ধারিত পঞ্চাশ মিটারেরও কম দৃশ্যমানতা থাকায় এই বিপত্তি হয়। সকাল সাড়ে নটা নাগাদ বিমানবন্দর থেকে দিনের প্রথম উড়ান রওনা দেয় গন্তব্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান কম থাকা ও রাতের দিতে তাপমাত্রা কম থাকাই এই ঘন কুয়াশার কারণ বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে। আগামী চব্বিশ ঘণ্টাতেও কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।     

.