৪৫ বছর পর লোকসভা নির্বাচনে রাজ্যের লড়াই চতুর্মুখী

দুই বা তিন নয়। এবার লড়াই চারের। লোকসভা নির্বাচনে পশ্চিববঙ্গে লড়াই এবার চতুর্মুখী। লড়াইয়ের ময়দানে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। পয়তাল্লিশ বছর পর রাজ্যের ইতিহাসে চতুর্মখী লড়াই। ফলে এক জটিল সমীকরণের মুখে এবারের লোকসভা ভোট।সারা বছর ধরেই রাজনৈতিক ময়দানে দেখা যায় এই চার দলকে। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতেও ছাড়েন না নেতারা।

Updated By: Mar 1, 2014, 11:38 PM IST

দুই বা তিন নয়। এবার লড়াই চারের। লোকসভা নির্বাচনে পশ্চিববঙ্গে লড়াই এবার চতুর্মুখী। লড়াইয়ের ময়দানে বামফ্রন্ট, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। পয়তাল্লিশ বছর পর রাজ্যের ইতিহাসে চতুর্মখী লড়াই। ফলে এক জটিল সমীকরণের মুখে এবারের লোকসভা ভোট।সারা বছর ধরেই রাজনৈতিক ময়দানে দেখা যায় এই চার দলকে। একে অপরের বিরুদ্ধে তোপ দাগতেও ছাড়েন না নেতারা।

কিন্তু ভোট আসতেই চার কমে হয়ে যায় তিন। অতীতের সম্পর্ক যাই থাকুক না কেন ভোটের বাজারে কিন্তু মিলে যায় দুই দল।

দল গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়
১ ৯৯৮-লোকসভা ভোট
লড়াই
বাম, কংগ্রেস ও তৃণমূল- বিজেপি জোটের মধ্যে

১ ৯৯৯-লোকসভা ভোট
লড়াই
বাম, কংগ্রেস ও তৃণমূল - বিজেপি জোটের

২০ ০ ১
বিধানসভা নির্বাচন
লড়াই
বাম, বিজেপি , কংগ্রেস ও তৃণমূল জোটের মধ্যে

২০ ০ ৪
লোকসভা নির্বাচন
লড়াইয়ে
বাম, কংগ্রেস ও তৃণমূল - বিজেপি জোট

২০ ০ ৬
বিধানসভা নির্বাচন
বাম, কংগ্রেস ও তৃণমূল - বিজেপি জোটের মধ্যে ছিল লড়াই

২০ ০ ৯
লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে
বাম, বিজেপি কংগ্রেস ও তৃণমূল জোট

২০ ১ ১
বিধানসভা নির্বাচনে লড়াই
বাম, বিজেপি ,কংগ্রেস ও তৃণমূল জোটের মধ্যে
(অর্থাত্‍ পঞ্চায়েত অথবা পুরভোট বাদ দিলে তৃণমূল কংগ্রেস কোনও নির্বাচনেই একক শক্তিতে লড়াই করেনি। কখনও হাত ধরেছে কংগ্রেসের কখনও বিজেপির। )

এবার দেখে নেওয়া যাক ভোটের শতকরা হিসেবে কে কোথায় দাঁড়িয়ে।

দুহাজার এগারোর শেষ বিধানসভা ভোটে

বামেদের শতকরা ভোট ছিল ৪২ শতাংশ
কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের ৪৮ শতাংশ
বিজেপির ৪ শতাংশ

কিন্তু তৃণমূলের একার ভোট কত? বলা কঠিন। কারণ একটাই একক শক্তিতে কখনওই লড়েনি তৃণমূল । কংগ্রেসের ভোটের শতকরা হার কত?
লোকসভা ভোটের তারিখ ঘোষণা এখন শুধুই সময়ের অপেক্ষা। এখনও পর্যন্ত যে যেখানে দাঁড়িয়ে তাতে কংগ্রেস ও তৃণমূল অথবা তৃণমূল বিজেপির মধ্যে জোটের সম্ভাবনা নেই বললেই চলে। লড়াই সরাসরি চারমুখি।

ফলে এবারে ভোটে কে কোথায় দাঁড়িয়ে বলা একটু হলেও কঠিন। যেমন কঠিন কে কার কাটবে ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার লোকসভা ভোটে ঘটতে পারে অনেক ঘটনা।

.