এখনই জট কাটছে না, অভিভাবকদের লেখা জিডি বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি
জিডি বিড়লার জট এখনই কাটছে না। প্রিন্সিপালকে সরাতে নারাজ কর্তৃপক্ষ। অভিভাবকরাও অনড়। তাই বৈঠক বয়কট করতে পারেন অভিভাবকরা। আলোচনার পক্ষপাতী নন নির্যাতিতার বাবাও। প্রিন্সিপালকে অবিলম্বে গ্রেফতার না করলে লালবাজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। লালবাজারেও তত্পরতা।
![এখনই জট কাটছে না, অভিভাবকদের লেখা জিডি বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি এখনই জট কাটছে না, অভিভাবকদের লেখা জিডি বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/05/101205-gdbirla-5-12-17.jpg)
নিজস্ব প্রতিবেদন: জিডি বিড়লার জট এখনই কাটছে না। প্রিন্সিপালকে সরাতে নারাজ কর্তৃপক্ষ। অভিভাবকরাও অনড়। তাই বৈঠক বয়কট করতে পারেন অভিভাবকরা। আলোচনার পক্ষপাতী নন নির্যাতিতার বাবাও। প্রিন্সিপালকে অবিলম্বে গ্রেফতার না করলে লালবাজার অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। লালবাজারেও তত্পরতা।
আরও পড়ুন : পড়ুয়ার যৌন নিগ্রহ, ক্ষমা চাইলেও প্রিন্সিপালকে সরাতে নারাজ জি ডি বিড়লা কর্তৃপক্ষ
আজ থেকেই স্কুলের কর্মীদের জেরা শুরু করবেন তদন্তকারীরা। শিক্ষিকা, আয়া ও সাফাইকর্মী মিলিয়ে পেশ কয়েকজনকে তলব করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। এদিকে, অভিভাবকদের লেখা GD বিড়লা কর্তৃপক্ষের চিঠিতে অমার্জনীয় ত্রুটি ধরা পড়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইনের বিপক্ষে গিয়ে সরাসরি ধর্ষিতা শিশুর নাম লেখা হয়েছে ওই চিঠিতে।
আরও পড়ুন : খুদে পড়ুয়ার যৌন নিগ্রহের প্রতিবাদে বিক্ষোভ এমপি বিড়লা স্কুলের সামনেও