কমিশনের দাবিকে আমল দেওয়ার নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কমিশনের দাবিমত নিরাপত্তা বাহিনী দিতে হবে রাজ্য সরকারকে। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কত বাহিনী দরকার, ২২ মে সরকারকে সেই তালিকা দিয়েছিল কমিশন। ওই তালিকা মেনেই সরকারকে বাহিনীর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 

Updated By: Jun 4, 2013, 04:54 PM IST

পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় কমিশনের দাবিমত নিরাপত্তা বাহিনী দিতে হবে রাজ্য সরকারকে। আজ এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভোটপর্ব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কত বাহিনী দরকার, ২২ মে সরকারকে সেই তালিকা দিয়েছিল কমিশন। ওই তালিকা মেনেই সরকারকে বাহিনীর ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। 
ভোটের দিন বুথের নিরাপত্তা সম্পর্কে ১৪ মে ডিভিশন বেঞ্চের দেওয়া নির্দেশিকাও দু`পক্ষকে পালন করতে বলেছে আদালত। কমিশনের দাবি মত, বাকি ৪০ জন পর্যবেক্ষকের তালিকাও সরকারকে দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত ভোট করার জন্য বকেয়া ৪৯ কোটি আট লক্ষ টাকা কমিশনকে দিয়ে দেওয়া হবে বলে আদালতে জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল। তবে নির্বাচন পরিচালনার সার্বিক ক্ষমতা চেয়ে কমিশনের আর্জির শুনানি চার সপ্তাহ পরে হবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। 

.