গত চার বছরে উন্নত হয়েছে রাজ্যের অগ্নি নির্বাপণ ব্যবস্থা

গত চার বছরে সরকারের উদ্যোগে রাজ্যে বেড়েছে দমকলের সংখ্যা। আগে যা ছিল ১০৮টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৭। আরও ৪০টির কাজ চলছে। বেড়েছে দমকল পুনর্নিমাণের কাজও। ২০১১-এর আগে যে সংখ্যাটা ছিল ২৪ বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৮-এ।

Updated By: Mar 11, 2016, 01:44 PM IST
গত চার বছরে উন্নত হয়েছে রাজ্যের অগ্নি নির্বাপণ ব্যবস্থা

ওয়েব ডেস্ক: গত চার বছরে সরকারের উদ্যোগে রাজ্যে বেড়েছে দমকলের সংখ্যা। আগে যা ছিল ১০৮টি, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১১৭। আরও ৪০টির কাজ চলছে। বেড়েছে দমকল পুনর্নিমাণের কাজও। ২০১১-এর আগে যে সংখ্যাটা ছিল ২৪ বর্তমানে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে ১০৮-এ। শূধু নতুন দমকলই তৈরি হয়নি, আনা হয়েছে অনেক অত্যাধুনিক যন্ত্রপাতিও। বাজেটের পরিকল্পনা মাফিক খরচে দমকল বিভাগের খরচ বেড়েছে। ৫৬.০৭ কোটি থেকে বেড়ে হয়েছে ১০৪.৫৯ কোটি।

আধুনিকীকরণ করা হয়েছে কন্ট্রোল রুমেরও। বেশিরভাগ ফায়ার টেন্ডারে লাগানো হয়েছে জিপিএস সিস্টেম। এছাড়াও আগুন সম্পর্কে মানুষকে সচেতন করতে, মানুষকে আগুনের সঙ্গে লড়াই করতে আয়োজন করা হয়েছে অনেক ক্যাম্পেনের। বিভিন্ন স্কুল-কলেজ, সিনেমা হল, শপিং মল, হাসপাতাল বা মার্কেট কমপ্লেক্সে এই ধরণের ক্যাম্পেন করা হয়।

পড়ুন রাজ্যে আর নেই বিদ্যুতের ঘাটতি

.