এনআরএস-এ জটিল অস্ত্রোপচারে শিশুর গলা থেকে বেরল তার
খেলার সময়ে বছর চারেকের শিশুটির গলায় ঢুকে গিয়েছিল লোহার তার।
নিজস্ব প্রতিবেদন: এনআরএস-এ জটিল অস্ত্রোপচার। শিশুর গলা থেকে বের করা হল ৩ ইঞ্চির লোহার তার।
আরও পড়ুন: নিউটাউনে ঘরে আইনজীবীর নিথর দেহ, বৌমার বিরুদ্ধে খুনের অভিযোগ!
খেলার সময়ে বছর চারেকের শিশুটির গলায় ঢুকে গিয়েছিল লোহার তার। ওই অবস্থাতেই হাসপাতালে নিয়ে যান শিশুটির মা। শিশুটিকে দেখে ঘাবড়ে যান চিকিত্সকরাও। পরীক্ষা করে দেখা যায়, প্রায় ৩ ইঞ্চির তারটি শিশুটির গলায় বাঁ দিক ঘেঁষে ঢুকে একেবারে মেরুদণ্ড পর্যন্ত চলে গিয়েছে। এরফলে সুষুম্নাকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রেনেও আঘাত লাগছে। এর জেরে শিশুটির পক্ষাঘাতগ্রস্ত হওয়ারও সম্ভাবনা ছিল।
আরও পড়ুন: পাঁচতলা থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু, গেটের ফলায় গেঁথে গেল দেহ
দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। মঙ্গলবার সকালে প্রায় ২ ঘণ্টা ধরে অপারেশন চলে শিশুটির। গলা থেকে তারটি বের করা সম্ভব হয়েছে। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আগামী ৪৮ ঘণ্টা তাকে নজরে রেখেছেন চিকিত্সকরা।