মারামারির ঘটনায় গ্রুপ অফ বারস্ এর মালিক জগজিত্ সিং গ্রেফতার
সল্টলেকের ডিস্কো থেক-এ মারামারির ঘটনায় গ্রুপ অফ বারস্ এর মালিক জগজিত্ সিংকে গ্রেফতার করল পুলিস। ১২ মার্চ ভোররাতে সিমার্স নাইটক্লাবে এক তরুণীকে ঘিরে দুদল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। একজন অন্যের মাথায় টব পর্যন্ত ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনার পরেই গ্রুপ অফ বারস্ এর জেনারেল ম্যানেজার পরিতোষ ব্যানার্জি ও সিমার্স বারের ম্যানেজার স্বরূপ ঘোষকে গ্রেফতার করে পুলিস।
ওয়েব ডেস্ক: সল্টলেকের ডিস্কো থেক-এ মারামারির ঘটনায় গ্রুপ অফ বারস্ এর মালিক জগজিত্ সিংকে গ্রেফতার করল পুলিস। ১২ মার্চ ভোররাতে সিমার্স নাইটক্লাবে এক তরুণীকে ঘিরে দুদল যুবকের মধ্যে সংঘর্ষ হয়। একজন অন্যের মাথায় টব পর্যন্ত ভেঙে ফেলে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনার পরেই গ্রুপ অফ বারস্ এর জেনারেল ম্যানেজার পরিতোষ ব্যানার্জি ও সিমার্স বারের ম্যানেজার স্বরূপ ঘোষকে গ্রেফতার করে পুলিস।
আরও পড়ুন অ্যাপোলো কাণ্ডে পুলিসের স্ক্যানারে এবার আরও দুই শীর্ষ কর্তা
তাঁদের জেরা করে পুলিস জানতে পারে, দিল্লিতে গা ঢাকা দিয়েছেন জগজিত্। বিধাননগর পুলিসের গোয়েন্দা টিম দিল্লিতে হানা দিয়ে জগজিতকে তাঁর ডেরা থেকে গ্রেফতার করে। গ্রুপ অফ বারস্ এর কর্তা জগজিত্ সিং অন্তত ২০টি বারের মালিক। কলকাতায় নিয়ে আসার পর তাঁকে আদালতে তোলা হবে।
আরও পড়ুন CMRI-এর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের সুনীল পাত্রের পরিবারের