ভোটের আগে ভেট? বকেয়া পুরকরের সুদের উপর ৫০% পর্যন্ত ছাড়ের প্রস্তাব পুরসভার

কলকাতা পুরভোটের আগে কি শহরবাসীকে ভেট দিচ্ছে তৃণমূল? শহরের বকেয়া পুরকরের সুদের ওপর ৫০% শতাংশ পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে পুরসভা। শীঘ্রই এবিষয়ে বিধানসভায় বিল আসতে চলেছে বলে খবর। তবে এই কর ছাড় দেওয়া হলে চরম অপব্যবহার হবে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। পুরভোটের আগে নতুন বিতর্ক তৈরি হল।  শহরের বকেয়া পুরকরের সুদের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসভা। শীঘ্রই এবিষয়ে বিধানসভায় বিল আসতে চলেছে। কাদের কে ছাড় দেওয়া হবে  তা ঠিক করবে পুরসভা।

Updated By: Nov 7, 2014, 07:13 PM IST
ভোটের আগে ভেট? বকেয়া পুরকরের সুদের উপর ৫০% পর্যন্ত ছাড়ের প্রস্তাব পুরসভার

কলকাতা: কলকাতা পুরভোটের আগে কি শহরবাসীকে ভেট দিচ্ছে তৃণমূল? শহরের বকেয়া পুরকরের সুদের ওপর ৫০% শতাংশ পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে পুরসভা। শীঘ্রই এবিষয়ে বিধানসভায় বিল আসতে চলেছে বলে খবর। তবে এই কর ছাড় দেওয়া হলে চরম অপব্যবহার হবে বলে আশঙ্কা করছেন বিরোধীরা। পুরভোটের আগে নতুন বিতর্ক তৈরি হল।  শহরের বকেয়া পুরকরের সুদের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ের প্রস্তাব দিয়েছে কলকাতা পুরসভা। শীঘ্রই এবিষয়ে বিধানসভায় বিল আসতে চলেছে। কাদের কে ছাড় দেওয়া হবে  তা ঠিক করবে পুরসভা।

পরিসংখ্যান অনুযায়ী,
কলকাতা পুরসভা এলাকায় মোট করদাতার সংখ্যা --সাড়ে ৩ লক্ষ।
বকেয়া করের পরিমাণ- প্রায় ২৫০০ কোটি টাকা
এরমধ্যে ৩০১ জনের কাছেই বকেয়ার পরিমাণ ৯০০ কোটি টাকা।

পুরসভার দাবি পুরকরের সুদের ওপর ছাড় দেওয়ার এই সিদ্ধান্তে উপকৃত হবেন করদাতারা। আর আখরে এই সিদ্ধান্ত কিছুটা হলেও বদলাবে পুরসভার ভাড়ারের ছবিটাও।

যদিও ক্যাগের রিপোর্ট  এবং পুরসভার অভ্যন্তরীণ অডিট রিপোর্ট বলছে এরআগে বারবার ওয়েভার স্কিম চালু করেও পুরসভার ক্ষতিই হয়েছে।

প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, পুরভোটের আগে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্যই  এই সিদ্ধান্ত পুরসভার। সিদ্ধান্ত কার্যকর হলে কারা কর ছাড় পাবেন তা নিয়ে দুর্নীতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিরোধীরা।

 

.