শুরু হয়ে গেল কলকাতার বই উৎসব

শুরু হয়ে গেল ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মিলনমেলা প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানিয়ে দিলেন আগামী বছর বই মেলার থিম দেশ পেরু।

Updated By: Jan 26, 2013, 07:05 PM IST

শুরু হয়ে গেল ৩৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মিলনমেলা প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে জানিয়ে দিলেন আগামী বছর বই মেলার থিম দেশ পেরু।
এই প্রথম সুনীল গঙ্গোপাধ্যায়কে ছাড়া হতে চলেছে কলকাতা বইমেলা। প্রয়াত সাহিত্যিকের স্মরণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে গিল্ড কর্তৃপক্ষ। এবারের কলকাতা বইমেলার থিম বাংলাদেশ। সাধারণের জন্য মেলার দরজা খুলে দেওয়া হবে কাল থেকে। এই প্রথম ১২দিনের বদলে বই মেলা চলবে ১৬ দিন ধরে।
দেখুন ভিডিও

.