বছরের শুরু বাস ধর্মঘটেই, ৬ জানুয়ারি বেসরকারি বাস, মিনিবাস বন্ধ

নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যে ধর্মঘটের ধাক্কা। ৬ জানুয়ারি ডাকা হল বেসরকারি বাস, মিনিবাস ধর্মঘট। রাজ্যজুড়ে এই ধর্মঘটের ডাক দিল বাস মালিকদের ৫টি সংগঠন। ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকালই ভাড়া বৃদ্ধির সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সরকারের এই সিদ্ধান্ত জানার পরেই আজ বৈঠকে বসেন বাস মালিকরা। বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

Updated By: Dec 31, 2013, 06:48 PM IST

নতুন বছরের প্রথম সপ্তাহেই রাজ্যে ধর্মঘটের ধাক্কা। ৬ জানুয়ারি ডাকা হল বেসরকারি বাস, মিনিবাস ধর্মঘট। রাজ্যজুড়ে এই ধর্মঘটের ডাক দিল বাস মালিকদের ৫টি সংগঠন। ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গতকালই ভাড়া বৃদ্ধির সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। সরকারের এই সিদ্ধান্ত জানার পরেই আজ বৈঠকে বসেন বাস মালিকরা। বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাস, মিনিবাসের ভাড়া বৃদ্ধির বারবার দাবি জানিয়ে চলেছে বাস মালিক সংগঠনগুলি। রাজ্য সরকার দফায় দাফায় বৈঠকের পরও ভাড়া বৃদ্ধিতে সায় দিতে নারাজ।

.