LIVE UPDATE: আঘাত করেছ, প্রত্যাঘাত তো নিতেই হবে বন্ধু

মমতার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠকে  জানালেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি।

Updated By: Nov 22, 2014, 02:20 PM IST
LIVE UPDATE: আঘাত করেছ, প্রত্যাঘাত তো নিতেই হবে বন্ধু

২টো ১৪: মানুষকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

২টো ১৩: এই ছ'মাসে বহু রাজ্যে এরা দাঙ্গা লাগিয়েছে। সবার মুখে লিকোপাস্টার লাগিয়ে দিয়েছে। অত সস্তা নয় দেশ চালানো।

২টো ০৮:  সারাদাকাণ্ডে আমরাই প্রথম গ্রেফতার করেছিলাম। তবেই চিটফাণ্ডের হদিশ পাওয়া গিয়েছে।

দুপুর ২টো ০৭: প্রধানমন্ত্রী সিবিআই চালাচ্ছে না অমিত শাহ সিবিআই চালাচ্ছে?

দুপুর ২টো: নাম না করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ, আপনি আর্মস ট্রেনিং করেন কী করে?

১টা ৫৯: নরেন্দ্র মোদী নির্বাচনের আগে বাংলায় এসে বললেন, বাংলাদেশী তারাব। আমি বলেছিলাম, আপনাকে গ্রেফতার করব। ওনারা রিফিউজি ব্যপারটাই জানেননা।

১টা ৫৯: দিল্লিতেও ৪৫ হাজার কোটি টাকার চিটফান্ড রয়েছে। কোনও ব্যবস্থা নেয়নি।

১টা  ৫৮: আমি নেহেরুজির অনুষ্ঠানে গিয়েছিলাম, তাই বাঁশ দিয়ে টুম্পাইকে গ্রেফতার করতে হবে?

১টা ৫৪: পুরো মিডিয়াকে কিনে নিয়েছে বিজেপি। নির্বাচনের সময় থেকে ৯০ শতাংশ মিডিয়াকে কিনে নিয়েছে।

১টা ৫৩: নাম না করে মোদীকে কটাক্ষ। তাঁর বিরুদ্ধে গাদা গাদা কেস।

১টা ৫২: লড়াই করে জবাব দেব। ক্ষমতা আমাদের কাছে তুচ্ছ।

১টা ৫০:  বিজেপি কেন্দ্রে আসার পর থেকে সারা দেশে অস্থির রাজনীতি তৈরি হয়েছে। সারা দেশে দাঙ্গা লাগানো হচ্ছে। ভারতবর্ষকে তছনছ করছে বিজেপি

১টা ৪৯: ৩৫ বছর ধরে অনেক লড়াই করেছি। এখন দেখছি টাকা নেই, উন্নয়ণ নেই।

১টা ৪২: নেতাজি ইন্ডোরে ঢুকলেন মুখ্যমন্ত্রী।

১টা ১৭: মমতার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। নেতাজি ইন্ডোরে সাংগঠনিক বৈঠকে  জানালেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখার্জি।

দুপুর ১টা ১৭: সারদাকাণ্ডে দলের দুই সাংসদ জেলে। দুই মন্ত্রী সহ আরও অনেকে জেরার মুখে। এই পরিস্থিতিতে একেবারে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। যদিও নেতাজি ইন্ডোরে হাওড়া-হুগলি এবং কলকাতা নিয়ে আজ সাংগঠনিক বৈঠক পূর্বনির্ধারিতই ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চলেছে সারদা ইস্যু।

কোন পথে এগোবে দল? দলের রাজনৈতিক লাইন কী হবে, তাই আজ বলতে চলেছেন দলনেত্রী। সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনের আগে দলের সাংসদদের নিয়েও আজ বৈঠক করবেন তিনি। কথা হবে দলের স্ট্র্যাটেজি নিয়ে।      

 

 

.