ভাল কাজ করলে, পরিবারের একজনের চাকরি, 'ইনসেন্টিভ' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভাল কাজ করলে, পরিবারের একজনের চাকরি হবে। ট্রাফিক পুলিসদের মনোবল বাড়াতে এমনই ইনসেন্টিভ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।  নজরুল মঞ্চে পরিবহন দফতরের সভায় পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত দশটার পর উড়ালপুড়ে বাইক নিষিদ্ধ,  সিসিটিভির  আওতায় রাজ্যের সবকটি গুরুত্বপূর্ণ সড়ককে আনার প্রস্তাব সহ স্কুল কলেজের পাঠক্রমে পরিহন শিক্ষাকে অন্তভুক্ত করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jul 8, 2016, 05:35 PM IST
ভাল কাজ করলে, পরিবারের একজনের চাকরি, 'ইনসেন্টিভ' ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ভাল কাজ করলে, পরিবারের একজনের চাকরি হবে। ট্রাফিক পুলিসদের মনোবল বাড়াতে এমনই ইনসেন্টিভ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।  নজরুল মঞ্চে পরিবহন দফতরের সভায় পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে একগুচ্ছ প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত দশটার পর উড়ালপুড়ে বাইক নিষিদ্ধ,  সিসিটিভির  আওতায় রাজ্যের সবকটি গুরুত্বপূর্ণ সড়ককে আনার প্রস্তাব সহ স্কুল কলেজের পাঠক্রমে পরিহন শিক্ষাকে অন্তভুক্ত করার প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

এবার পরিবহণই রাজ্য সরকারের পাখির চোখ।  নজরুল মঞ্চে পরিবহণ দফতরের সভায় হাজির আধিকারিকদের সামনে একথা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী  ।  গোটা ব্যবস্থার খোলনলচে বদলে, রাজ্যে দুর্ঘটনা মুক্ত পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার জন্য সভায় একগুচ্ছ প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে পথ দুর্ঘটনা এড়াতে  জনসচেতনতা বাড়াতে জোর দিয়েছে সরকার। এজন্য রাস্তার পাশে মঞ্চ বেঁধে শিল্পীদের দিয়ে গান গাওয়ানোর পরিকল্পনা যেমন রয়েছে, তেমনই স্কুল কলেজের পাঠক্রমে পরিবহণকে অন্তর্ভুক্ত করানোর প্রস্তাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দেওয়া একগুচ্ছ প্রস্তাবের মধ্যে রয়েছে -

১. ট্রাফিক পুলিস ভাল কাজ করলে ইনসেন্টিভ হিসেবে তাঁর পরিবারের একজনকে চাকরি
২. যে ব্লকে দুর্ঘটনা হবে না সেই ব্লককে পুরস্কার
৩. বাইক রেস বন্ধ করতে ফ্লাইওভারে রাত দশটার পর বাইক নিষিদ্ধ
৪. বাইকে চাপলে হেলমেট পড়তেই হবে
৫. বাইক কেনার সময় হেলমেট কেনা বাধ্যতামূলক
৬. ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পরীক্ষা কঠোর করতে হবে
৭. ওভারলোডিং ও রাফ ড্রাইভিং চলবে না
৮. দুর্ঘটনা এড়ানোর থিম সং সিনেমা হলে  দেখাতে হবে
৯. ট্রাফিক সিগন্যালে গান  বাজবে গোটা রাজ্যে, গানের মাঝে বাজবে থিম সং
১০. সিসিটিভি আওতায় রাজ্যের সব গুরুত্বপূর্ণ রাস্তা
১১. সিসিটিভি বসানোর জন্য তহবিলে অর্থ দেবে পুলিস,পরিবহণ,স্বাস্থ্য, পূর্ত দফতর
১২. নতুন আইন করা যায় কীনা তা নিয়ে ভাবনা চিন্তা
১৩. রাজ্যে ই-রিকশা চালানো, সাইকেল - ই রিকশর কারখানা তৈরি
১৪. ভিন রাজ্যের গাড়ি রাজ্যে ঢুকলে তা নথিভুক্ত করা ও ট্যাক্স আদায়
     
নজরুল মঞ্চে এদিনের সভায় পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবহণ দফতরে বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম পাঁচ বছরে রাস্তাঘাট উন্নয়নে যথেষ্ট সাফল্য পেয়েছে তৃণমূল সরকার। আগামীদিনে সেই রাস্তাঘাট যাতে দুর্ঘটনামুক্ত না হয়  সেদিকেই নজর দিচ্ছে সরকার। এবং সেই লক্ষেই  সরকার যে দৃঢ় প্রতিজ্ঞ তা নজরুল মঞ্চের সভাতেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

.