ভোট এড়াতে ছোট ছোট পুরসভা নিয়ে নতুন কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্যের ছোট ছোট পুরসভাগুলিকে এক ছাতার তলায় এনে কয়েকটি কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । প্রাথমিকভাবে নতুন চারটি কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এলাকা বাড়ছে হাওড়া,আসানসোল ও চন্দননগর পুরসভার।

Updated By: May 26, 2014, 11:40 PM IST

রাজ্যের ছোট ছোট পুরসভাগুলিকে এক ছাতার তলায় এনে কয়েকটি কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে । প্রাথমিকভাবে নতুন চারটি কর্পোরেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও এলাকা বাড়ছে হাওড়া,আসানসোল ও চন্দননগর পুরসভার।

সতেরোটি পুরসভার ভোট এড়াতেই রাজ্যের এই সিদ্ধান্ত। অভিযোগে সরব বিরোধীরা। রাজ্যের সতেরোটি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পথে। কিন্তু মেয়াদ ফুরোলেও পুরসভা নির্বাচন করতে অনিচ্ছুক রাজ্য সরকার। ক্ষমতাসীন পুরবোর্ডগুলির মেয়াদ শেষ হচ্ছে ১৭থেকে ৩১জুলাই এর মধ্যে। এই ইস্যুতে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। সরব হয়েছেন রাজ্যের নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেও। এরমধ্যেই কৌশলী পদক্ষেপ রাজ্য সরকারের। সোমবার চারটি নতুন মিউনিসিপ্যাল কর্পোরেশন গড়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এলাকা বাড়ছে আরও তিনটি মিউনিসিপ্যাল কর্পোরেশেনের। পুর পরিষেবা আরও সুসংহত ও উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

যে চারটি নতুন কর্পোরেশন তৈরি হবে সেগুলি হল

রাজারহাট,গোপালপুর,বারাসত,মধ্যমমগ্রাম,নিউ ব্যারাকপুর পুরসভা নিয়ে তৈরি হবে একটি নতুন মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর সদর দফতর হবে বারাসত

বরানগর,কামারহাটি,খড়দা,পানিহাটি,উত্তর ও দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটি নিয়ে তৈরি হবে একটি নতুন মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর সদর দফতর হবে দমদম

টিটাগড়,বারাকপুর,উত্তর বারাকপুর,ভাটপাড়া,গাড়ুলিয়া,নৈহাটি, কাঁচরাপাড়া,হালিশহর মিউনিসিপ্যালিটিকে এক ছাতার নিয়ে নিয়ে তৈরি কার হবে নয়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর সদর দফতর হবে বারাকপুর

পুজালি,মহেশতলা,বজবজ,আমতলা,সাতগাছিয়া মিউনিসিপ্যালিটি নিয়ে আসা হচ্ছে একটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে। এর সদর দফতর হবে মহেশতলা।

এলাকা বাড়ছে হাওড়া,চন্দননগর,আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের।
হাওড়ার সঙ্গে যুক্ত হচ্ছে বালি মিউনিসিপ্যালিটি

চন্দননগরের সঙ্গে যুক্ত হচ্ছে বাঁশবেড়িয়া,চুঁচুড়া,ভদ্রেশ্বর,চাঁপদানি,বৈদ্যবাটি,শ্রীরামপুর,রিষড়া, কোন্নগর,উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি

আসানসোলের সঙ্গে যুক্ত হচ্ছে

রানীগঞ্জ,কুলটি,জামুরিয়া মিউনিসিপ্যালিটি

সতেরোটি পুরসভার ভোট এড়াতেই রাজ্যের এই নয়া কৌশল। অভিযোগ তুলেছেন বিরোধীরা।

তবে সরকারের বক্তব্য, ছোট ছোট পুরসভা জুড়ে বড় পুরনিগম গঠন করলে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে অনেক বেশি আর্থিক সুবিধা পাওয়া যাবে। পাওয়া সহজ হবে বিদেশি ঋণও।

.