মেডিক্যালে বেআইনি ভর্তি মামলার ফের শুনানি কাল

টাকা দিয়ে জাল বাসস্থানের শংসাপত্র জোগাড় করে ভিন রাজ্যের অনেকেই ভর্তি হয়েছেন ডাক্তারিতে। মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণদের একাংশ এই অভিযোগে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে আজ এই মামলার শুনানি হল।

Updated By: Aug 6, 2013, 10:45 PM IST

টাকা দিয়ে জাল বাসস্থানের শংসাপত্র জোগাড় করে ভিন রাজ্যের অনেকেই ভর্তি হয়েছেন ডাক্তারিতে। মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণদের একাংশ এই অভিযোগে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। বিচারপতি অনিরুদ্ধ বোসের এজলাসে আজ এই মামলার শুনানি হল।
ফের শুনানি কাল। মামলাকারীদের অভিযোগ, মেডিক্যালের অভিন্ন প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তিতে বড়সড় জালিয়াতি হয়েছে। নিয়ম অনুযায়ী, মোট আসনের পঁচাশি শতাংশ বরাদ্দ এরাজ্যের ছাত্রছাত্রীদের জন্য। ১৫ শতাংশ বরাদ্দ ভিন রাজ্যের পরীক্ষার্থীদের জন্য। অভিযোগ, ভিন রাজ্যের উত্তীর্ণ ছাত্রছাত্রীদের  কয়েকজন  এরাজ্যের বাসিন্দা প্রমাণের জন্য জাল শংসাপত্র জমা দিয়েছেন। ফলে সংরক্ষিত আসনের এরাজ্যের বহু পরীক্ষার্থী ভর্তি থেকে বঞ্চিত হয়েছেন।     

.