ফের দুর্ঘটনা ভোরের কলকাতায়

বারবার সাবধানতার উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা পুলিসের পক্ষ থেকে। আশ্বাস দেওয়া হচ্ছে শহরে দূর্ঘটনার সংখ্যা কমানে হবে। দফায় দফায় বেপরোয়া গাড়ি চালকদের ধড়পাকড়়ও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবুও নিস্তার নেই। রাত ও ভোরের কলকাতায় ঘটেই চলেছে একের পর এর দুর্ঘটনা। চলছে বেপরোয়া যান চলাচল। 

Updated By: Oct 22, 2016, 09:26 AM IST
ফের দুর্ঘটনা ভোরের কলকাতায়
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : বারবার সাবধানতার উদ্যোগ নেওয়া হচ্ছে কলকাতা পুলিসের পক্ষ থেকে। আশ্বাস দেওয়া হচ্ছে শহরে দূর্ঘটনার সংখ্যা কমানে হবে। দফায় দফায় বেপরোয়া গাড়ি চালকদের ধড়পাকড়়ও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তবুও নিস্তার নেই। রাত ও ভোরের কলকাতায় ঘটেই চলেছে একের পর এর দুর্ঘটনা। চলছে বেপরোয়া যান চলাচল। 

আরও পড়ুন- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

আজও ভোরের কলকাতায় ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ফুটপাথে উঠে পড়ল মিনিবাস। ঘটনাটি ঘটেছে সি আর অ্যাভিনিউয়ে। বাসে যাত্রী না থাকায় এবং ফুটপাথে কেউ না থাকায় প্রাণহানি এড়ানো গেছে। বাসের চালক পলাতক। হাওড়া-নিউ বারাকপুর রুটের বাসটিকে আটক করেছে পুলিস।

.