Video: 'এতদিন যা প্র্যাকটিস করেছেন, তা ভুলে যান', মেজাজ হারালেন মন্ত্রী মানস ভুঁইয়া

দফতরের আধিকারিকদের ধমক ক্রেতা সুরক্ষামন্ত্রীর।

Updated By: Mar 15, 2022, 05:20 PM IST
 Video:  'এতদিন যা প্র্যাকটিস করেছেন, তা ভুলে যান', মেজাজ হারালেন মন্ত্রী মানস ভুঁইয়া

নিজস্ব প্রতিবেদন: 'আমি এসে দাঁড়াব, সেই খবর পেয়ে আপনারা আসবেন'?  নিজের দফতরের আধিকারিকদের আচরণে মেজাজ হারালেন রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী মানস ভুইঁয়া (Consumers Afairs Minister Manas Bhunia)। রীতিমতো ধমকের সুরে বললেন, 'এতদিন যা প্র্যাকটিস করেছেন, তা ভুলে যান'।

আগামি ২৫, ২৬ ও ২৭ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ক্রেতা সুরক্ষা মেলা। স্রেফ ক্রেতাদের অধিকার রক্ষাই নয়, যদি সেই অধিকার খর্ব হয়, সেক্ষেত্রে কী কী করণীয়, মেলায় বিভিন্ন স্টলে অডিয়ো-ভিজুয়াল পদ্ধতিতে তা বুঝিয়ে তা দেওয়া হবে। সঙ্গে থাকবে লাইভ সাজেশনের ব্যবস্থা। 

আরও পড়ুন: CPIM State Conference 2022: বিজেপিবিরোধী মুখ হিসাবে মানুষের মনে মমতা! 'নো ভোট টু BJP' স্লোগান ঘিরে CPIM-এর অন্দরেই প্রশ্ন

এর আগে, এদিন ক্রেতা সুরক্ষা দিবসে একটি ট্যাবলোর উদ্বোধন করলেন মন্ত্রী মানস ভুঁইয়া। সেইমতো মির্জা গালিব স্ট্রিটে ক্রেতা সুরক্ষা দফতরের অফিসের সামনে চলে এসেছিলেন মন্ত্রী। ট্যাবলো-ও হাজির। কিন্তু দফতরের আধিকারিকরা কোথায়? বেশিরভাগ অফিসারই তখনও দোতলার ঘরে বসে! আর তাতেই মেজাজ হারান ক্রেতা সুরক্ষামন্ত্রী মানস ভুইঁয়া। 

 

রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী ছিলেন সদ্য প্রয়াত সাধন পাণ্ডে। দীর্ঘদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গত বছরে অগাস্ট মাসে ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় রাজ্যের তৎকালীন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রীর সুব্রত মুখোপাধ্যায়কে। তাঁর মৃত্যুর পর রদবদল ঘটে রাজ্য মন্ত্রিসভায়। ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব পান মানস ভুইঁয়া।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.