৮ মে নবান্ন অভিযানে পথে নামতে চলেছে বামেরা

কর্মীদের চাঙ্গা করতে ফের নবান্ন অভিযানে বামেরা। আটই মে হতে চলেছে অভিযান। কাল থেকে শুরু হতে চলা সিপিএম রাজ্য কমিটির বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে দিনক্ষণ।

Updated By: Feb 21, 2017, 06:41 PM IST
৮ মে নবান্ন অভিযানে পথে নামতে চলেছে বামেরা

ওয়েব ডেস্ক: কর্মীদের চাঙ্গা করতে ফের নবান্ন অভিযানে বামেরা। আটই মে হতে চলেছে অভিযান। কাল থেকে শুরু হতে চলা সিপিএম রাজ্য কমিটির বৈঠকেই চূড়ান্ত হয়ে যাবে দিনক্ষণ।

বছর দুয়েক আগে নবান্ন অভিযানে পথে নামে বামেরা। ধর্মতলা, কোণা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোডেই মিছিল আটকে দেয় পুলিস। নবান্ন পর্যন্ত আর যাওয়া হয়নি। ফের নবান্ন অভিযানের কথাটা গত কয়েকমাস ধরেই সিপিএম নেতাদের মুখে শোনা যাচ্ছিল। ভাঙড়-কাণ্ডের পর তা আরও স্পষ্ট করেন সূর্যকান্ত মিশ্র-গৌতম দেবরা। দলের অন্দরে খবর, ৮ মে নবান্ন অভিযানে পথে নামতে চলেছে বামেরা।

১১ মে সিটুর রাজ্য সম্মেলন থাকায় তারিখ ১-২ দিন আগে-পরে হতে পারে। ২২-২৩ ফেব্রুয়ারি সিপিএম রাজ্য কমিটির বৈঠকেই দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। নবান্ন অভিযানের তারিখ, স্লোগান লেখা পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। সিপিএম কর্মীরাই এই পোস্টার পোস্ট করেছেন বলে খবর। সেখানে, শাসকদলের সঙ্গে সংঘাতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত।

ভাঙড়-কাণ্ডের পর সরকার বিরোধী আন্দোলনে গতি আনার চেষ্টায় সিপিএম। ইস্যু আইনশৃঙ্খলার অবনতি, গণতন্ত্রের কণ্ঠরোধ। প্রতিবাদ-আন্দোলনের নামে ভাঙচুর বন্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় আইনও পাশ করিয়েছেন তিনি। নানা মঞ্চে বারবার বলছেন বামেদের ভাঙচুরের রাজনীতি আর ফিরতে দেবেন না। রাজনৈতিক মহল বলছে, নবান্ন অভিযানের আগে সোশ্যাল মিডিয়ায় ঘোরা পোস্টারে কার্যত তাঁকে চ্যালেঞ্জ ছোঁড়া হয়েছে। সিপিএম কর্মীরা বলছেন পোস্টারে শাসকদলের
দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই বলা হয়েছে ব্যারিকেড ভাঙার কথা। সব মিলিয়ে বাড়ছে উত্তাপ।  (আরও পড়ুন- মার্লিন হাউসে শুধু 'হ্যাঁ' বা 'না'-এ উত্তর দিতেন পার্থ দে)

.