শনিবার উদ্বোধন হচ্ছে নাগেরবাজার উড়ালপুলের

আগামিকাল নাগের বাজার উড়াল পুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগের বাজার এলাকা, বিটি রোড এবং যশোর রোডের যানজট এড়ানোর জন্য নাগেরবাজারে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেয় এর আগের বাম সরকার।

Updated By: Mar 23, 2012, 09:17 PM IST

শনিবার নাগেরবাজার উড়াল পুলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
নাগের বাজার এলাকা, বিটি রোড এবং যশোর রোডের যানজট এড়ানোর জন্য নাগেরবাজারে উড়ালপুল তৈরির সিদ্ধান্ত নেয় এর আগের বাম সরকার। উড়ালপুল তৈরির বরাত দেওয়া হয় দুটি সংস্থাকে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল তৈরির জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য পরিবহণ দফতর ও দক্ষিণ দমদম পৌরসভা। তবে নির্ধারিত সময়ের প্রায় দেড় বছর পরে চালু হচ্ছে এই উড়ালপুলটি।

.