চিকিত্‍সা ক্ষেত্রে রাজ্যে এল নতুন আইন; থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা

চিকিত্‍সা ক্ষেত্রে যুগান্তর আনতে বিধানসভায় আজ পেশ করা হল স্বাস্থ্যবিল। চিকিত্‍সায় গাফিলতি ও বেসরকারি হাসপাতালগুলির জন্য আরও কড়া অবস্থান নিতেই নতুন এই বিল আনা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে পেশ করা হয় এই বিলটি।

Updated By: Mar 3, 2017, 04:23 PM IST
চিকিত্‍সা ক্ষেত্রে রাজ্যে এল নতুন আইন; থাকছে কঠোর শাস্তির ব্যবস্থা
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : চিকিত্‍সা ক্ষেত্রে যুগান্তর আনতে বিধানসভায় আজ পেশ করা হল স্বাস্থ্যবিল। চিকিত্‍সায় গাফিলতি ও বেসরকারি হাসপাতালগুলির জন্য আরও কড়া অবস্থান নিতেই নতুন এই বিল আনা হল রাজ্য সরকারের পক্ষ থেকে। আজ বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে পেশ করা হয় এই বিলটি।

আজ মুখ্যমন্ত্রী বলেন, ''রাজ্যে একাধিক বেসরকারি হাসপাতালে লাগাম ছাড়া বিল নেওয়া হচ্ছে চিকিত্‍সার জন্য। তাই এখন সমীক্ষা করার পরই রাজ্য সরকার এই নতুন আইন আনতে বাধ্য হয়েছে।'' আরও বলেন, ''বর্তমানে রাজ্য সরকার প্রতিটি মানুষের জন্য বিনামূল্যে চিকিত্‍সা ব্যবস্থা করেছে। রাজ্যে ৭টি নতুন স্বাস্থ্য জেলা তৈরি করা হয়েছে। সেখানে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক চিকিত্‍সা ব্যবস্থা।''

সম্প্রতি, কলকাতায় অ্যাপোলো হাসপাতালে পরপর চিকিত্‍সা গাফিলতি ও লাগাম ছাড়া বিলের অভিযোগ ওঠার পরই নড়েচ়ড়ে বসে রাজ্য সরকার। তারপরই তড়িঘড়ি এই বিল আনার কথা ঘোষণা করা হয়।

এক নজরে দেখে নিন কী কী থাকছে এই নতুন বিলে-

১) গাফিলতি মিললে সঠিক তদন্ত হবে। অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণ দিতে হবে রোগী ও তাঁর পরিবারকে

২) বেসরকারি হাসাপাতালের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে রাখা হবে বিশেষ নজর। থাকবে বিশেষ টিম

৩) ইচ্ছে মতো টাকা নেওয়া যাবে না চিকিত্‍সার জন্য। চিকিত্‍সার প্রতিটি স্তরের রিপোর্ট রোগীর পরিবারকে জানাতে হবে

৪) দুর্ঘটনায় আহত, ধর্ষণের শিকার ও ইমার্জেন্সির ক্ষেত্রে রোগীকে নিয়ে আসা হলে আগে চিকিত্‍সা করতে হবে। তারপর খরচের কথা আসবে। এর অন্যথায় সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

৫) চিকিত্‍সার সময় কোনও রোগীর মৃত্যু হলে, টাকার জন্য মৃতদেহ আটকে রাখা যাবে না

৬) প্রতিটি হাসপাতালে চিকিত্‍সা পদ্ধতি নিয়ে রোগী বা তাঁর আত্মীয়ের পক্ষ থেকে অভিযোগ জানানোর জন্য রাখতে হবে Public grivence cell

৭) প্রতিটি হাসপাতালে রাখতে হবে হেল্প ডেস্ক

৮) ব্যবস্থা রাখতে হবে ই-প্রেসক্রিপশনের, রেকর্ড না রাখলে হবে জরিমানা

১০) প্যাকেজে লিখে দেওয়া টাকার থেকে একটি টাকাও বেশি বিল করা যাবে না। রাখা যাবে না কোনও লুকনো খরচ। প্রয়োজনে বেশি বিল করতে হলে আলোচনা করতে হবে রোগীর পরিবারের সঙ্গে

১১) প্রতিটি হাসপাতালকে বিনা পয়সায় কয়েকটি পরিষেবা দিতে হবে

১২) জীবনদায়ী ওষুধ বন্ধ করা যাবে না

 

এই নির্দেশিকা না মানলে হবে চরম শাস্তি। নজরদারির জন্য থাকছে কমিশন। ১৩ সদস্যের এই কমিশন গঠন করা হবে। কী করতে পারবে সেই কমিশন...

১) আইন ভাঙলে, কম ক্ষতির ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে সেই বেসরকারি হাসপাতালকে

২) চিকিত্‍সার গাফিলতিতে মৃত্যু হলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা। প্রয়োজনে সেই জরিমানা ৫০ লাখ টাকা পর্যন্ত করার ক্ষমতা থাকবে কমিশনের

৩) কোনও বেসরকারি হাসপাতালের লাইসেন্স না থাকলে আড়াই লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে সরকারের তরফে

রোগী বা তাঁর পরিবার সেই ক্ষতিপূরণের টাকা ৬ মাসের মধ্যে পেয়ে যাবে বলে আজ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট হাসপাতালকে প্রথম দফায় অন্তর্বর্তী ক্ষতিপূরণ দিতে হবে ৩০ দিনের মধ্যে।

আরও পড়ুন, বিধানসভায় পেশ হতে চলেছে নতুন স্বাস্থ্য বিল

আরও পড়ুন, চিকিত্‍সা বিভ্রাট : অ্যাপোলোর শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন রূপালি বসু

.