ঠিক সময়ে পঞ্চায়েত ভোট করার নির্দেশ

নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এটা সাংবিধানিক ভাবে জটিল মামলা। ঠিক সময়ে নর্বাচন করতে হবে।" আজকের মতো শুনানি শেষ। আগামিকাল ১০.৩০টায় পরবর্তি শুনানির দিন ধার্য করেছে আদালত।  

Updated By: May 13, 2013, 10:36 AM IST

নির্দিষ্ট সময়ের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন করার নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি মন্তব্য করেন, "এটা সাংবিধানিক ভাবে জটিল মামলা। ঠিক সময়ে নর্বাচন করতে হবে।" আজকের মতো শুনানি শেষ। আগামিকাল ১০.৩০টায় পরবর্তি শুনানির দিন ধার্য করেছে আদালত।  
পঞ্চায়েত ভোট নিয়ে হাইকর্টে শুনানি শুরু হয় বেলা বারোটা নাগাদ। শুরুতেই ডিভিশন বেঞ্চে কোণঠাসা হয়ে রাজ্য সরকার। আর তাই নতুন যুক্তিতে অবস্থান জোড়াল করার চেষ্টা রাজ্যের। এ দিন রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ''ভোটের পরও আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। তাহলে ভোটের সময় কেন আইনশৃঙ্খলা সামাল দিতে পারবে না রাজ্য?'' স্পর্শকাতর বুথ চিহ্নিত হওয়ার আগেই, কমিশনের ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ চেয়ে আজ ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে রাজ্য সরকার। তবে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দেয়নি প্রধান বিচারপতি অরুণ মিশ্র এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।

.