প্রতিবাদ করায় যাত্রীদেরকে বেধরক মার ট্যাক্সি চালকের

শহরে ফের ট্যাক্সি চালকের দৌরাত্ম্য। দাবিমতো টাকা দিতে রাজি না হওয়ায় এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সিচালকের বিরুদ্ধে। অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিস। ধৃতের নাম রোহিত কুমার সিং। আজ সকালে খিদিরপুর এলাকা থেকে রোহিত সিংকে গ্রেফতার করে পুলিস। আটক করা হয়েছে ট্যাক্সিটিকেও। ধৃত চালককে আজ আলিপুর আদালতে তোলা হয়। পাঁচশো টাকার বন্ডে ধৃতের জামিন মঞ্জুর করেছে আদালত।

Updated By: Jul 14, 2014, 06:59 PM IST

শহরে ফের ট্যাক্সি চালকের দৌরাত্ম্য। দাবিমতো টাকা দিতে রাজি না হওয়ায় এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল ট্যাক্সিচালকের বিরুদ্ধে। অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিস। ধৃতের নাম রোহিত কুমার সিং। আজ সকালে খিদিরপুর এলাকা থেকে রোহিত সিংকে গ্রেফতার করে পুলিস। আটক করা হয়েছে ট্যাক্সিটিকেও। ধৃত চালককে আজ আলিপুর আদালতে তোলা হয়। পাঁচশো টাকার বন্ডে ধৃতের জামিন মঞ্জুর করেছে আদালত।

গতকাল রাতে এক বন্ধুকে সঙ্গে নিয়ে শরত্‍ বোস রোড থেকে ট্যাক্সিতে ওঠেন দিল্লির বাসিন্দা চন্দন চ্যাটার্জি। অতিরিক্ত টাকা দেওয়ায় গল্ফগ্রিন যেতে রাজি হন ওই ট্যাক্সিচালক। চন্দনবাবুর অভিযোগ, গোলপার্কে পৌছনোর পর হঠাত্ই বেঁকে বসেন চালক। জোর করে গাড়ি থেকে তাঁদের নামতে বাধ্য করা হয়। প্রতিবাদ করায় তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ। দুই যাত্রীর দাবি, পুলিসি সহায়তার জন্য একশো নম্বরে ডায়াল করেও কোনও সাহায্য পাননি তারা। উপরন্তু তাঁদের বলা হয় 1037 নম্বরে ডায়াল করতে। এঅবস্থায় হান্ড্রেডের পর 1037 ডায়েল করায় পুলিস এলেও তারা সাহায্য করার পরিবর্তে ভবানীপুর থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে বলেন।

.