AC ট্রেনে উঠলেই যাত্রীরা এবার এটা পাবেন!!

এসি ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার স্টেশন থেকে ট্রেনে উঠলেই পাবেন শীততপ নিয়ন্ত্রিত পরিবেশ। আগে যাত্রীরা ওঠার পর চালু হত এসি। তাতে বেজায় সমস্যায় পড়তেন যাত্রীরা। বয়স্ক,অসুস্থ মানুষদের শারীরিক অসুস্থতাও তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিবেশে।

Updated By: Aug 18, 2016, 12:57 PM IST
AC ট্রেনে উঠলেই যাত্রীরা এবার এটা পাবেন!!

ওয়েব ডেস্ক : এসি ট্রেনের যাত্রীদের জন্য সুখবর। এবার স্টেশন থেকে ট্রেনে উঠলেই পাবেন শীততপ নিয়ন্ত্রিত পরিবেশ। আগে যাত্রীরা ওঠার পর চালু হত এসি। তাতে বেজায় সমস্যায় পড়তেন যাত্রীরা। বয়স্ক,অসুস্থ মানুষদের শারীরিক অসুস্থতাও তৈরি হয়েছে এই অস্বস্তিকর পরিবেশে।

যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করেই এবার থেকে  নতুন নিয়ম চালু করছে পূর্ব রেল। সিদ্ধান্ত হয়েছে, কোনও ট্রেন প্ল্যাটফর্মে ঢোকার আধঘণ্টা আগে থেকেই এসি চালিয়ে দেওয়া হবে। স্টেশনে ট্রেন ঢুকবে ঠান্ডা হয়েই। এতে হাঁসফাঁসে পরিবেশ থেকেও  রক্ষা পাবেন যাত্রীরা। আর ট্রেন যাত্রাও হবে আরামের।

.