মাধ্যমিকের আগে কর্মবিরতিতে মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা

ন্যায্য পদোন্নতির দাবিতে কর্মবিরতি। মাধ্যমিক পরীক্ষা শুরুর আর মাত্র দু সপ্তাহ বাকি। আর ঠিক এই সময়েই কর্মবিরতিতে সামিল হলেন মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা। পদোন্নতি ছাড়াও আরও ৯ দফা দাবি রয়েছে তাঁদের।

Updated By: Feb 2, 2015, 04:15 PM IST

ওয়েব ডেস্ক: ন্যায্য পদোন্নতির দাবিতে কর্মবিরতি। মাধ্যমিক পরীক্ষা শুরুর আর মাত্র দু সপ্তাহ বাকি। আর ঠিক এই সময়েই কর্মবিরতিতে সামিল হলেন মধ্যশিক্ষা পর্ষদের কর্মীরা। পদোন্নতি ছাড়াও আরও ৯ দফা দাবি রয়েছে তাঁদের।

ন্যায্য পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে বহু কর্মীকে, মূল এই প্রতিবাদেই তাঁদের এই কর্মবিরতি। মধ্যশিক্ষা পর্ষদের কর্মচারী অ্যাসোসিয়েশন এই কর্মবিরতি পালন করছে। গোটা রাজ্যের প্রায় এগারো লক্ষ পরীক্ষার্থী এবারের মাধ্যমিকে বসছে। ঠিক সেই সময়েই পর্ষদকর্মীদের কর্মবিরতি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।  মাধ্যমিক পরীক্ষায় এমন  কর্মবিরতিতে উদ্বেগে প্রশাসন।

.