অঝোর শ্রাবণ, সন্তানের মুখে একমুঠো খাবার তোলার আকাঙ্ক্ষায় নাকাল ফুটপাথের মা

নিম্নচাপের বৃষ্টিতে শহরের যানযন্ত্রণা আর জমা জল নিয়ে চারদিকে সোরগোল। পুরসভাকে শাপ শাপান্ত করতে করতেই হয়তো অনেকের দিন কেটেছে। এর মাঝেই বৃষ্টির রোমান্টিসিজম নিয়ে মাতোয়ারা বহুজন। স্বভাব কবিরাও এতক্ষণে খাতা কলম নিয়ে কবিতায় মজেছেন। তার জ্যান্ত প্রমাণ ফেসবুকের ক্রমাগত স্টেটাস আপডেট। মধ্যবিত্তের হেঁসেলে আজ খিচুড়ির সুগন্ধ। বিকেল হতেই ভিড় জমেছে পাড়ার তেলেভাজার দোকানে। কিন্তু এর মাঝেই কোথায় যেন হারিয়ে গেছেন ওঁরা। শহর কলকাতার ফুটপাথবাসীরা। আসলে তথাকথিত স্বচ্ছল মধ্যবিত্ত বাঙালির দুনিয়ায় ওঁরাতো চিরকাল গুটিকতক গল্প, কবিতার বিষয় হয়েই থেকে গেছেন। সহনাগরিকের মর্যাদাটুকু দেওয়ার প্রয়োজন মনে করেনি শিখিত বাঙালি সমাজ। কিন্তু ওরাও আছেন। খোলা আকাশের নীচে ফুটপাথটুকু আঁকড়ে প্রতিনিয়ত লড়ছেন বাঁচার লড়াই। আজ সারাদিনের অঝোর শ্রাবণ তাঁদের সেই লড়াইকে আরও কয়েকশোগুণ কঠিন করে তুলেছে। ভিজে নেয়ে একাকার হয়েও সন্তানের মুখে একমুঠো খাবার তুলে দিতে গোটা দিন নাকাল হতে হয়েছে ফুটপাতবাসী মায়েদের।

Updated By: Aug 20, 2013, 09:19 PM IST

নিম্নচাপের বৃষ্টিতে শহরের যানযন্ত্রণা আর জমা জল নিয়ে চারদিকে সোরগোল। পুরসভাকে শাপ শাপান্ত করতে করতেই হয়তো অনেকের দিন কেটেছে। এর মাঝেই বৃষ্টির রোমান্টিসিজম নিয়ে মাতোয়ারা বহুজন। স্বভাব কবিরাও এতক্ষণে খাতা কলম নিয়ে কবিতায় মজেছেন। তার জ্যান্ত প্রমাণ ফেসবুকের ক্রমাগত স্টেটাস আপডেট। মধ্যবিত্তের হেঁসেলে আজ খিচুড়ির সুগন্ধ। বিকেল হতেই ভিড় জমেছে পাড়ার তেলেভাজার দোকানে। কিন্তু এর মাঝেই কোথায় যেন হারিয়ে গেছেন ওঁরা। শহর কলকাতার ফুটপাথবাসীরা। আসলে তথাকথিত স্বচ্ছল মধ্যবিত্ত বাঙালির দুনিয়ায় ওঁরাতো চিরকাল গুটিকতক গল্প, কবিতার বিষয় হয়েই থেকে গেছেন। সহনাগরিকের মর্যাদাটুকু দেওয়ার প্রয়োজন মনে করেনি শিখিত বাঙালি সমাজ। কিন্তু ওরাও আছেন। খোলা আকাশের নীচে ফুটপাথটুকু আঁকড়ে প্রতিনিয়ত লড়ছেন বাঁচার লড়াই। আজ সারাদিনের অঝোর শ্রাবণ তাঁদের সেই লড়াইকে আরও কয়েকশোগুণ কঠিন করে তুলেছে। ভিজে নেয়ে একাকার হয়েও সন্তানের মুখে একমুঠো খাবার তুলে দিতে গোটা দিন নাকাল হতে হয়েছে ফুটপাতবাসী মায়েদের।
শহরে টানা বৃষ্টি। কোলের শিশুকে বৃষ্টি থেকে বাঁচাতে রাতটা জেগেই কাটিয়েছেন বহু ফুটপাথবাসী মা। এই জল কাদার মধ্যে কোনও ভাবে সন্তানের মুখে দুটো খাবার তুলে দেওয়ার কসুর নেই। কিন্তু বৃষ্টির জন্য হাড়ি চড়েনি বহু সংসারে।
নেই মাথা গোঁজার ঠিকানা। বৃষ্টির জন্য আরও বেড়েছে জীবন যন্ত্রনা। শহরে টানা বৃষ্টি। কোলের শিশুকে বৃষ্টি থেকে বাঁচাতে রাতটা জেগেই কাটিয়েছেন বহু ফুটপাথবাসী মা।
 
 

.