নিম্নচাপের জেরে আজও রাজ্যে দিনভর বৃষ্টি

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার  সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। বৃহস্পতিবার রাত ভর বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের অভিমুখ রাজ্যের উপকূল এবং বাংলাদেশের দিকে। এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া  দফতর।

Updated By: May 31, 2013, 09:24 AM IST

উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বুধবার  সকাল থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। বৃহস্পতিবার রাত ভর বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের অভিমুখ রাজ্যের উপকূল এবং বাংলাদেশের দিকে। এর জেরেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া  দফতর।
আজ থেকে উত্তর বঙ্গেও ভাবি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর্যটকদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা এই পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

.