রাজ্যে বেশি সংখ্যায় পদ্মফুল ফোটানোর লক্ষ্যে শুরু হচ্ছে রথযাত্রা

রাজ্যে বেশি সংখ্যায় পদ্মফুল ফোটানোই লক্ষ্য। সে জন্য সাবেকি হাতিয়ারেই ভরসা রাখছেন রাজ্য বিজেপি সভাপতি। বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে রথযাত্রা। রাজ্যের চার জায়গায় গড়াবে চাকা। সংখ্যাই সাফল্যের একমাত্র মাপকাঠি। তা নিয়ে কোনও সংশয় নেই নবনিযুক্ত রাজ্য বিজেপির সভাপতির। লক্ষ্য ছুঁতে ভরসা রাখছেন সাবেকি হাতিয়ারেই। রাজ্যের চার জায়গায় গড়াবে চাকা। রথযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। তার আগে, সংগঠনেও এসেছে আমূল সংস্কার। জেলায় জেলায় বদলেছে সভাপতি। রাজ্য কমিটিতেও আসছে পরিবর্তনের ছোঁয়া।সংস্কারের সুফল মিলবে কি ভোটে? জানতে অপেক্ষা কয়েক মাসের।

Updated By: Dec 25, 2015, 08:24 PM IST
রাজ্যে বেশি সংখ্যায় পদ্মফুল ফোটানোর লক্ষ্যে শুরু হচ্ছে রথযাত্রা

ওয়েব ডেস্ক: রাজ্যে বেশি সংখ্যায় পদ্মফুল ফোটানোই লক্ষ্য। সে জন্য সাবেকি হাতিয়ারেই ভরসা রাখছেন রাজ্য বিজেপি সভাপতি। বিশে জানুয়ারি থেকে শুরু হচ্ছে রথযাত্রা। রাজ্যের চার জায়গায় গড়াবে চাকা। সংখ্যাই সাফল্যের একমাত্র মাপকাঠি। তা নিয়ে কোনও সংশয় নেই নবনিযুক্ত রাজ্য বিজেপির সভাপতির। লক্ষ্য ছুঁতে ভরসা রাখছেন সাবেকি হাতিয়ারেই। রাজ্যের চার জায়গায় গড়াবে চাকা। রথযাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। তার আগে, সংগঠনেও এসেছে আমূল সংস্কার। জেলায় জেলায় বদলেছে সভাপতি। রাজ্য কমিটিতেও আসছে পরিবর্তনের ছোঁয়া।সংস্কারের সুফল মিলবে কি ভোটে? জানতে অপেক্ষা কয়েক মাসের।

.