ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম'-এ অসন্তুষ্ট RSS; নেপথ্যে কারা? রিপোর্ট চাইলেন Nadda

বিজেপি সূত্রের খবর, সঙ্ঘের মনোভাব আঁচ করে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। 

Updated By: Jan 26, 2021, 06:29 PM IST
ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম'-এ অসন্তুষ্ট RSS; নেপথ্যে কারা? রিপোর্ট চাইলেন Nadda

নিজস্ব প্রতিবেদন: নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম' (Jai Sree Ram) জয়ধ্বনি নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন বিজেপি নেতারা (West Bengal BJP)। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) 'আচরণ' নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এব্যাপারে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে সহমত নয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। বরং সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব অসন্তুষ্টই। বিজেপি সূত্রের খবর, সেদিনের ঘটনায় বিস্তারিত রিপোর্ট চেয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)।            

শনিবার ভিক্টোরিয়ায় নেতাজি  জয়ন্তীর অনুষ্ঠানে পরিকল্পিতভাবে স্লোগান দেওয়ার অভিযোগ করেছে তৃণমূল (TMC)। তাদের বক্তব্য, ২৩ জানুয়ারি 'ধর্মীয়' স্লোগান দিয়ে আদতে নেতাজির অপমান করা হয়েছে। গতকাল, সোমবার পরশুড়ায় দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গর্জে ওঠেন,'এতবড় সাহস কয়েকটা উগ্র গর্ধ ধর্মান্ধ আমায় টিজ করছে! দেশের প্রধানমন্ত্রীর সামনে!' ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদ করেছে বাংলার সুশীল সমাজ। বিজেপির রাজ্য সভাপতি অবশ্য দিলীপ ঘোষ (Dilip Ghosh) 'জয় শ্রী রাম'-এ ভুল কিছু দেখেননি। কিন্তু ভোটের আগে নেতাজি জয়ন্তীর অনুষ্ঠানে 'জয় শ্রী রাম' (Jai Sree Ram) জনমানসে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করছে আরএসএসের শীর্ষ নেতৃত্ব, খবর সূত্রের। প্রদীপ জোশী ও ভাগাইয়াজি-র মতো সঙ্ঘের উপরতলার নেতৃত্ব এনিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। সঙ্ঘের অভিমত, স্থান-কাল-পাত্র না দেখে 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়ায় ধাক্কা খেয়েছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি। 'বহিরাগত' ইস্যুতে যখন প্রচার চালাচ্ছেন মমতা, তখন অযথা তাঁর হাতে অস্ত্র তুলে দেওয়া অজ্ঞতার পরিচয়। 

আরও পড়ুন- আপাতত ৭৭ আসনে রফা Left-Congress -র, ২৮ ফেব্রুয়ারি ফের কথা  

বিজেপি সূত্রে খবর, সঙ্ঘের মনোভাব আঁচ করে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। সর্বভারতীয় সভাপতি জানতে চেয়েছেন, ওই দিন 'জয় শ্রী রাম' ধ্বনি দেওয়ার নেপথ্যে কে বা কারা? স্বতঃস্ফূর্ত জয়ধ্বনি নাকি গোটাটাই পরিকল্পিত? একেবারে ধরে ধরে আসল মাথাকে খুঁজতে চাইছে বিজেপি। ওই হাইপ্রোফাইল অনুষ্ঠানে কোন মাপকাঠিতে কার্ড দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপি সূত্রে খবর, যুব মোর্চার দুই শীর্ষ নেতা ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দক্ষিণ কলকাতার এক নেতার অঙ্গুলিহেলনেই এই 'চিত্রনাট্য' বাস্তবায়ন হয়েছে।             

আরও পড়ুন- জয় শ্রী রাম শুনলেই রেগে যাচ্ছেন কেন মমতা: Suvendu    

তবে ভোটের আগে 'জয় শ্রী রাম' নিয়ে প্রকাশ্যে অসন্তোষ দেখালে হিতে বিপরীত হতে পারে বলে আশঙ্কা বিজেপি নেতৃত্বের। 'পলিটিক্যাল লাইন' মেনে দিলীপ ঘোষরা 'জয় শ্রী রাম' বিতর্কে মমতাকে নিশানা করবেন। পর্দার আড়ালে ওই দিনের 'চক্রী'দের শনাক্ত করে পদক্ষেপ করবে দল। 

আরও পড়ুন- দলের বিরুদ্ধে কেন প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ? বিধায়ক Prabir Ghosal-কে শোকজ TMC-র

.