এই মামলায় কী বিপাকে পড়তে পারেন মেয়র শোভন চট্টোপাধ্যায়?

একই ব্যক্তির মেয়র আর মন্ত্রী থাকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করল সেফ ডেমোক্র্যাসি ফোরাম নামে একটি সংগঠন। মামলাকারীদের দাবি, সাংবিধানিক ভাবে একই ব্যক্তি একসঙ্গে এই দুটি পদে থাকতে পারেন না।  বর্তমানে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি আবার রাজ্যের দমকল মন্ত্রীও।

Updated By: Sep 23, 2016, 04:57 PM IST
এই মামলায় কী বিপাকে পড়তে পারেন মেয়র শোভন চট্টোপাধ্যায়?

ওয়েব ডেস্ক : একই ব্যক্তির মেয়র আর মন্ত্রী থাকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করল সেফ ডেমোক্র্যাসি ফোরাম নামে একটি সংগঠন। মামলাকারীদের দাবি, সাংবিধানিক ভাবে একই ব্যক্তি একসঙ্গে এই দুটি পদে থাকতে পারেন না।  বর্তমানে কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। তিনি আবার রাজ্যের দমকল মন্ত্রীও।

আরও পড়ুন- এবার এই কাজে বামেদেরই সমর্থন করল তৃণমূল কংগ্রেস 

মামলাকারীদের প্রশ্ন, একই ব্যক্তি যদি মেয়র ও মন্ত্রী হন তাহলে রাজ্য সরকারের সঙ্গে পুরসভার কোনও প্রশ্নে বিরোধ হলে মেয়র কোন পক্ষ নেবেন? এই মামলায় ১০ই নভেম্বরের মধ্যে রাজ্যকে হলনামা দিতে বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

.