স্কুলের পুনর্মিলন উৎসবে ক্যান্সার আক্রান্তের পাশে স্কটিশ চার্চ

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পুনর্মিলন উত্সব। উনিশশো বিয়াল্লিশ সাল থেকে শুরু করে সদ্য পাশ করে বেরনো ছাত্রটিও উপস্থিত ছিলেন উত্সবে।

Updated By: Feb 8, 2015, 02:42 PM IST
স্কুলের পুনর্মিলন উৎসবে ক্যান্সার আক্রান্তের পাশে স্কটিশ চার্চ

ওয়েব ডেস্ক:শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের পুনর্মিলন উত্সব। উনিশশো বিয়াল্লিশ সাল থেকে শুরু করে সদ্য পাশ করে বেরনো ছাত্রটিও উপস্থিত ছিলেন উত্সবে।

বিশিষ্ট অস্থি বিশেষজ্ঞ শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের অসংখ্য কৃতী ছাত্ররা।  উত্সব মঞ্চ থেকে আপার কিন্ডারগার্ডেন্সের ক্যান্সার আক্রান্ত ছাত্র শিবম দে কে আর্থিক সাহায্য করা

হয় ।

 ক্যান্সার আক্রান্তের পাশে দাড়িয়ে  মানবিক নজির গড়ল  স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। শহরের অনেক সেচ্ছা সেবী সংস্থাই রয়েছে যারা ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়ান। এমন একটি সংস্থা

ইচ্ছেডানা। কখনও আর্থিক সাহায্য কখনও ক্যান্সার আক্রান্তদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি আয়োজন করে এই সংস্থা।

সেচ্ছাসেবী সংস্থা গুলির সাথে স্কুল, কলেজের মত প্রতিষ্ঠানগুলির সহায়তায় ক্যান্সার সচেতনতা বাড়বে বলেই মত চিকিৎসকদের।

.