গঙ্গা সাগর মেলা থেকে অসুস্থ তীর্থ যাত্রীকে উড়িয়ে আনা হল কলকাতায়

গঙ্গা সাগর মেলায় অসুস্থ হয়ে পড়া ভিন রাজ্যের তীর্থ যাত্রীকে উড়িয়ে আনা হল কলকাতায়। উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা গঙ্গা প্রসাদ। সাগরে এসে হূদরোগে আক্রান্ত হন তিনি। খবর পেয়েই তত্পরতা দেখায় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয় তাঁকে। NRS  হাসপাতালে ওই ব্যাক্তির চিকিত্সা চলছে।

Updated By: Jan 14, 2017, 11:33 PM IST
গঙ্গা সাগর মেলা থেকে অসুস্থ তীর্থ যাত্রীকে উড়িয়ে আনা হল কলকাতায়

ওয়েব ডেস্ক: গঙ্গা সাগর মেলায় অসুস্থ হয়ে পড়া ভিন রাজ্যের তীর্থ যাত্রীকে উড়িয়ে আনা হল কলকাতায়। উত্তর প্রদেশের গাজিপুরের বাসিন্দা গঙ্গা প্রসাদ। সাগরে এসে হূদরোগে আক্রান্ত হন তিনি। খবর পেয়েই তত্পরতা দেখায় প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় আনা হয় তাঁকে। NRS  হাসপাতালে ওই ব্যাক্তির চিকিত্সা চলছে।

আরও পড়ুন- শ্রীনু নায়ডু হত্যায় গ্রেফতার হল আরও এক জন

এদিকে, মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গায় ফ্রি পরিষেবা দিচ্ছিল বোট। আর তাতেই পাটনার গঙ্গায় নৌকাডুবি। এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু, ৪০ জনের বেশি যাত্রী ছিলেন। ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৪ জন এখনও নিখোঁজ। তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডুবুরিরা।  রওনা হয়েছিল গঙ্গার ঘাট থেকে, তারপরই ঘটে যায় দুর্ঘটনা।

আরও পড়ুন- বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার গ্রেফতার

.