স্টেট ব্যাঙ্কে মিনিমাম ব্যালান্স নিয়ে বিভ্রান্তি, তাতে জল ঢাললেন সিজিএম

স্টেট ব্যাঙ্কে মিনিমাম ব্যালান্স নিয়ে বিভ্রান্তি। তাতে জল ঢাললেন CGM পার্থপ্রতীম সেনগুপ্ত। ব্যাঙ্কের অফিসার্স অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যোগ দেন তিনি। বৈঠক শেষে CGM বলেন, মেট্রো শহরগুলিতে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে ৫ হাজার টাকা রাখার কথা বলা হয়েছে তা মিনিমাম ব্যালান্স নয়। গড় ব্যালান্স।

Updated By: Apr 23, 2017, 08:08 PM IST
স্টেট ব্যাঙ্কে মিনিমাম ব্যালান্স নিয়ে বিভ্রান্তি, তাতে জল ঢাললেন সিজিএম

ওয়েব ডেস্ক: স্টেট ব্যাঙ্কে মিনিমাম ব্যালান্স নিয়ে বিভ্রান্তি। তাতে জল ঢাললেন CGM পার্থপ্রতীম সেনগুপ্ত। ব্যাঙ্কের অফিসার্স অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যোগ দেন তিনি। বৈঠক শেষে CGM বলেন, মেট্রো শহরগুলিতে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্টে যে ৫ হাজার টাকা রাখার কথা বলা হয়েছে তা মিনিমাম ব্যালান্স নয়। গড় ব্যালান্স।

আরও পড়ুন ঘূর্ণাবর্তের জেরে আজও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা

অর্থাত্‍ গোটা মাসে মোট লেনদেনের পর, গড় ব্যালান্স ৫ হাজার টাকা থাকলেই গ্রাহকের সার্ভিস ট্যাক্স কাটা হবে না। ব্যাঙ্কের খরচ চালাতে এই টাকা দরকার বলেই যুক্তি তাঁর। কিন্তু,ব্যাঙ্কেরই অফিসার্স সংগঠনের নেতা এই যুক্তি খারিজ করছেন। তাঁর দাবি, ঋণখেলাপি শিল্পপতিদের ঢালাও টাকা বিলোলে ব্যাঙ্কের স্বাস্থ্য ফিরবে না।

আরও পড়ুন  কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী, গাছ উপড়ে বিপর্যস্ত যোগাযোগ

.