ঘূর্ণাবর্তের জেরে আজও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা

কালকের পর আজও রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভবনা। এই মুহূর্তে বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে  বিহার থেকে মনিপুর পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এই দূয়ের জেরেই ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Updated By: Apr 23, 2017, 08:15 AM IST
ঘূর্ণাবর্তের জেরে আজও রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা

ওয়েব ডেস্ক : কালকের পর আজও রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভবনা। এই মুহূর্তে বিহারের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে  বিহার থেকে মনিপুর পর্যন্ত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এই দূয়ের জেরেই ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পূর্বাভাস বলছে, আজ সারাদিন মেঘলা থাকবে আকাশ। সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল কলকাতা সহ কলকাতা দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় কালবৈশাখী ঝড় হয়। ঝড়ের দাপটে শহরের বেশ কিছু জায়গায় উপড়ে পড়ে গাছ। বিপর্যস্ত হয় যান চলাচল। ব্যাহত হয় ট্রেন পরিষেবা।

আরও পড়ুন, কলকাতায় আছড়ে পড়ল কালবৈশাখী, গাছ উপড়ে বিপর্যস্ত যোগাযোগ

.