Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই', বিধায়ক পদ খারিজের দাবি ফের নাকচ বিধানসভার অধ্যক্ষের

হাইকোর্টের নির্দেশে সিদ্ধান্ত পুনর্বিবেচনা বিধাসভার স্পিকারের। দ্বিতীয়বার বিচারের পরেও সিদ্ধান্তে অনড় থাকলেন তিনি।

Updated By: Jun 8, 2022, 10:58 PM IST
Mukul Roy: 'মুকুল রায় বিজেপিতেই', বিধায়ক পদ খারিজের দাবি ফের নাকচ বিধানসভার অধ্যক্ষের

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বিধায়ক পদ খারিজের দাবি ফের নাকচ করে দিলেন। 'মুকুল রায় বিজেপিতেই', দ্বিতীয়বার বিচারের পর জানালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোধ্য়ায়।

২০১৭ সালে বিজেপি যোগ দিয়েছিলেন তৃণমূলের তৎকালীন সর্বভারতীয় সম্পাদক মুকুল রায়। এরপর স্রেফ দলের সর্বভারতীয় সহ-সভাপতি হওয়াই নয়, একুশের বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জেতেন পদ্ম-প্রতীকেই। 

আরও পড়ুন: JP Nadda In Bengal: রাজ্যকে একশো দিনের টাকা কেন দিচ্ছে না কেন্দ্র, জবাব দিলেন নাড্ডা

বিধানসভা ভোটে ফল প্রকাশের পর বিজেপি ছেড়ে পুরনো দলে ফিরেছেন মুকুল। সঙ্গে ছেলে শুভ্রাংশুও। 'ঘরের ছেলে মুকুল' তৃণমূলে (TMC) স্বাগত জানিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে বিধানসভা অধ্যক্ষকে চিঠি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ১২ বার সেই মামলার শুনানি হয় বিধানসভায়। এ বছরের ফ্রেরুয়ারিতে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি নাকচ করে দেন বিধানসভা অধ্যক্ষ। জানান, 'যে ধরনের প্রমাণ প্রত্যাশা করা হয়েছিল, তা পেশ করতে পারেননি আবেদনকারী। মুকুল রায় বিজেপিতেই আছেন'।

 তাহলে কেন দ্বিতীয়বার বিচার? কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার অধ্যক্ষকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.