বর্ষশেষে শহরে নিরাপত্তার বেষ্টনী, থাকছে বিশেষ মেট্রো

বিশৃঙ্খলা এড়াতে শহরে জুড়ে রয়েছে বিশেষ নিরাপত্তা। একনজরে দেখে নিন নিরাপত্তা ব্যবস্থা...

Updated By: Dec 31, 2018, 12:40 PM IST
বর্ষশেষে শহরে নিরাপত্তার বেষ্টনী, থাকছে বিশেষ মেট্রো

নিজস্ব প্রতিবেদন: বর্ষশেষের খুশিতে মাতবে শহর, রাজ্যবাসী। বর্ষশেষের দিনে বিশেষ ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ। আপ ও ডাউনে এদিন শেষ মেট্রো রাত ১১.১০ মিনিটে ছাড়বে। বছরের বাকি দিনগুলিতে মেট্রো ছাড়ে ৯.৫৫ মিনিটে। গত বছর ২০০টি মেট্রো চলেছিল। এবার মেট্রো চলবে ৩০০ টি।

বিশৃঙ্খলা এড়াতে শহরে জুড়ে রয়েছে বিশেষ নিরাপত্তা। একনজরে দেখে নিন নিরাপত্তা ব্যবস্থা...

আরও পড়ুন: লেদ কারখানায় মালিকের দেহ উদ্ধার

সোমবার শহরে দেড় হাজার পুলিস কর্মী মোতায়েন থাকবেন শহরের রাস্তায়

মোট পিকেট  ১১০ টা

শহরে প্রবেশ ও বেরোনোর মুখে চলবে চেকিং

১৯ টা  থানায় ৩০ তারিখ রাত থেকেই  বাহিনী  মজুত রাখা হয়েছে।  প্রতিটি ডিভিশনে ও রিজার্ভ ফোর্স রয়েছে।

শহরের ৩০ টা নাইটক্লাব , হোটেলে  পুলিশি নজরদারির ব্যবস্থা রয়েছে।

ডিভিশন্যাল মোবাইল ২১ টা।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন, দ্রুতই নিয়ন্ত্রণে

ওয়াচ টাওয়ার  ১৫ টা।

এইচআরএফএস ১৪ টা

মোটর সাইকেল টিম ২০ টা।

ধর্মতলা সেন্ট্রাল পার্ক স্ট্রিটকে ৭ টা সেক্টরে ভাগ করে নিরাপত্তার ব্যাবস্থা।

১০ জন ডিসি রাস্তায় থাকবেন।

অ্যাম্বুলেন্স ৮ টা

পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ ১৬ টা।

ডিএসজি স্পেশ্যাল টিম ৬ টা।

রিভার পেট্রোলিঙেরও ব্যবস্থাও রাখা হচ্ছে।

মেট্রো স্টেশনগুলিতেও বিশেষ নজরদারির ব্যাবস্থা।

রাতে মদ্যপান করে  বেপরোয়া বাইক ও গাড়ি চালালেই  বিশেষ ব্যবস্থা।

.