পিছু হটে কেন্দ্রীয় বাহিনী চাইলেন মমতাই

পঞ্চায়েত নির্বাচনের জন্য চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। ভোটের আগেই যাতে বাহিনী পাওয়া যায় সে জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। চিঠির প্রতিলিপি নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে, একেবারে শেষ মুহূর্তে কেন্দ্রের কাছে চিঠি লেখায় প্রয়োজন অনুযায়ী বাহিনী পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

Updated By: May 29, 2013, 09:50 AM IST

পঞ্চায়েত নির্বাচনের জন্য চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দিল রাজ্য সরকার। ভোটের আগেই যাতে বাহিনী পাওয়া যায় সে জন্য কেন্দ্রকে অনুরোধ করা হয়েছে। চিঠির প্রতিলিপি নির্বাচন কমিশনের কাছেও পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে, একেবারে শেষ মুহূর্তে কেন্দ্রের কাছে চিঠি লেখায় প্রয়োজন অনুযায়ী বাহিনী পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
কোর্টের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোটের জন্য প্রয়োজনীয় পুলিসকর্মী জোগাড় করা যাচ্ছে না। গতকাল রাজ্য নির্বাচন কমিশনকে এ কথা জানিয়ে দিয়েছেন রাজ্য পুলিসের এডিজি আইন-শৃঙ্খলা বাণীব্রত বসু। প্রশ্ন উঠেছে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চললেও একেবারে শেষ মুহূর্তে কেন কেন্দ্রকে চিঠি দিল রাজ্য সরকার ? ভোটের ঠিক আগে কেন্দ্রীয় বাহিনী চাওয়াকে সরকারের কৌশলী পদক্ষেপ হিসাবেই দেখছে রাজনৈতিক মহল। 
এদিকে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য? পঞ্চায়েত ভোট নির্বিঘ্ন করতে কতটা তৈরি রাজ্য? তা জানতেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের মঙ্গলবার রাজভবনে তলব করেন রাজ্যপাল এম কে নারায়ণন৷

.