Summer Vacation: ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি! সোম থেকেই স্কুলে গরমের ছুটি?

গতবারও গ্রীষ্মের প্রবল দাবদাহে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে। চৈত্র মাসেই এতটাই গরম পড়েছিল যে. মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমে ছুটি এগিয়ে এনেছিল শিক্ষা দফতর। তার আগের বছর ডিউ টু এক্সট্রিম হিটওয়েভ' ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল স্কুলগুলিতে। এমনকী, পরে আবার গরম ছুটি বাড়ানো হয়েছিল আরও ১৬ দিন।

Updated By: Apr 17, 2024, 10:25 PM IST
Summer Vacation: ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি! সোম থেকেই স্কুলে গরমের ছুটি?

শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও অয়ন ঘোষাল:  তীব্র গরম, সঙ্গে তাপপ্রবাহ! এবছরও কি এগিয়ে আসছে গরমে ছুটি? সোমবার, ২২ তারিখ থেকে বন্ধ স্কুল? ভাবনাচিন্তা শুরু করল শিক্ষা দফতর। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Dum Dum Railway Station: দমদমে ১৮ এপ্রিল থেকে কি অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে? কেন?

বৈশাখে পুড়ছে বাংলা। কলকাতা বটেই, দক্ষিণবঙ্গজুড়ে এখন তীব্র দহনজ্বালা। আজ, বুধবার ১৪ জেলায় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির বেশি। কোথাও ৩ ডিগ্রি, কোথাও আবার ৪ ডিগ্রি বেশি স্বাভাবিকের চেয়ে। তাপমাত্রায় শীর্ষে পশ্চিম বর্ধমানে পানাগড়। আলিপুর আবহাওয়া দফতরের  সোমনাথ দত্ত জানিয়েছেন, আগামী কয়েকদিন গরম আরও বাড়বে। কত? স্বাভাবিক ৭ ডিগ্রি পর্যন্ত বেশি হতে পারে তাপমাত্রা! সেক্ষেত্রে পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়  ৪৫-৪৬ ডিগ্রির গরম পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:  Madhyamik: মধ্যশিক্ষা পর্ষদের চূড়ান্ত উদাসীনতা! নম্বর বেড়ে মেধাতালিকার দাবিদার মাধ্যমিক পরীক্ষার্থী

গতবারও গ্রীষ্মের প্রবল দাবদাহে নাজেহাল হতে হয়েছিল রাজ্যবাসীকে। চৈত্র মাসেই এতটাই গরম পড়েছিল যে. মুখ্যমন্ত্রীর নির্দেশে গরমে ছুটি এগিয়ে এনেছিল শিক্ষা দফতর। তার আগের বছর ডিউ টু এক্সট্রিম হিটওয়েভ' ২ মে থেকে গরমের ছুটি শুরু হয়ে গিয়েছিল স্কুলগুলিতে। এমনকী, পরে আবার গরম ছুটি বাড়ানো হয়েছিল আরও ১৬ দিন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.