ফের সিন্ডিকেটরাজ নিউটাউনে

নিউটাউনে ফের সিন্ডিকেটরাজ। তৃণমূলের বিধায়ক ও সাংসদ,  দুই গোষ্ঠীর কাজিয়ার শিকার দেশের প্রখ্যাত নির্মাণ সংস্থা। এসবিআইয়ের প্রজেক্টে ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে কাজিয়ায় বন্ধ কাজ।

Updated By: Jun 24, 2015, 10:20 PM IST
ফের সিন্ডিকেটরাজ নিউটাউনে

ওয়েব ডেস্ক: নিউটাউনে ফের সিন্ডিকেটরাজ। তৃণমূলের বিধায়ক ও সাংসদ,  দুই গোষ্ঠীর কাজিয়ার শিকার দেশের প্রখ্যাত নির্মাণ সংস্থা। এসবিআইয়ের প্রজেক্টে ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে কাজিয়ায় বন্ধ কাজ।

তোলা আদায়ের হুমকি দিয়ে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার  হায়দর আলি ও ভজাই সর্দার নামে স্থানীয় দুই দুষ্কৃতী। তাদের তিনদিনের পুলিস হেফাজতে পাঠানো হয়েছে।নিউটাউন সংলগ্ন পাথরঘাটা পঞ্চায়েত এলাকা। গত

বছরের ১৪ নভেম্বর থেকে এখানে  শুরু  হয় এসবিআইয়ের প্রজেক্ট। নির্মাণের দায়িত্বে বিখ্যাত  সংস্থা। সিন্ডিকেটের নিয়ম মেনেই চলছিল ইমারতি দ্রব্য সরবরাহ। এলাকায় তৃণমূলের বিবদমান  দুই গোষ্ঠী সমান সমান

ইমারতি দ্রব্য  দিচ্ছিল প্রজেক্টে। কিন্তু  গণ্ডগোলের সূত্রপাত মাস খানেক আগে।  পুরো ইমারতি দ্রব্য  সরবরাহের দায়িত্ব পেতে চায় দুই গোষ্ঠীই। লাভের বখরা নিয়েই বাধে বিবাদ। বন্ধ হয়ে যায় কাজ। সমাধানসূত্র

সন্ধানে মঙ্গলবার পুলিসের মধ্যস্থতায় বৈঠক হয়। কিন্তু মীমাংসা হয়নি।

সূত্রের খবর এরপর দুপক্ষই প্রজেক্ট ম্যানেজারকে হুমকি দেওয়া শুরু করে। বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধান নিজে প্রজেক্ট ম্যানেজারকে হুমকি দেন বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হওয়ার পরই সমীর ওরফে

ভজাই সর্দার  ও তার বিরোধী গোষ্ঠী হায়দর আলিকে গ্রেফতারকরে বিধাননগর কমিশনারেট। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

 

.