১৬০ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে মাঝেরহাটে নতুন ব্রিজ!

ব্রিজ তৈরির বরাত পাবে কোন সংস্থা, তার জন্য সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের   এসপি সিঙ্গলা কনস্ট্রাকশন কোম্পানি। 

Updated By: Oct 29, 2018, 06:53 PM IST
১৬০ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে মাঝেরহাটে নতুন ব্রিজ!

নিজস্ব প্রতিবেদন: ১৬০ কোটি টাকা খরচে তৈরি হবে মাঝেরহাটে নতুন ব্রিজ।  টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। পঞ্জাবের একটি সংস্থা তৈরি করবে এই ব্রিজ।

মাঝেরহাট ব্রিজ ভাঙার পর থেকে বিচ্ছিন্ন বেহালা। বেহালা থেকে কলকাতা আসতে ঘাম ছুটছে বেহালাবাসীর। অটোতেও বেজায় ভোগান্তি। ব্রিজ বিপর্যয়ের মওকায় চডচড়িয়ে বেড়েছে অটোর ভাড়া। সমস্যা  কাটাতে উদ্যোগী হয়েছে সরকার।

আরও পড়ুন: দমদম পার্ক গুলিকাণ্ডে আটক বাবু ঘনিষ্ঠ শানু!

ব্রিজ তৈরির বরাত পাবে কোন সংস্থা, তার জন্য সরকারের তরফে টেন্ডার ডাকা হয়েছিল। ২৫ অক্টোবর আবেদনকারী সংস্থার মধ্যে থেকে বেছে নেওয়া হয় পাঞ্জাবের   এসপি সিঙ্গলা কনস্ট্রাকশন কোম্পানি।  ব্রিজ তৈরিতে খরচ হবে ১৬০ কোটি টাকা। কাজ শুরু হচ্ছে নভেম্বরেই।একবছরের মধ্যে কাজ শেষ করার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: শাড়ির আঁচল দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা, এগোতেই যে দৃশ্য চোখে পড়ল

আপাতত বেইলি ব্রিজই কলকাতা ও বেহালার মধ্যে সংযোগরক্ষাকারী সেতু। যাতায়াতের ঝক্কি পুরোপুরি কাটতে এখনও সময় লাগবে আরও একটা বছর।

.