TMC Brigade 2024: বঙ্গ রাজনীতির সুপার সানডে! জেলা থেকে ব্রিগেডের পথে কর্মী-সমর্থকরা

তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগ্রেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। লোকসভা নির্বাচনের পূর্বে নেতার ডাকে জনগর্জন সভায় যোগ দান করতে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা রওনা দিয়েছে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে।

Updated By: Mar 10, 2024, 09:51 AM IST
TMC Brigade 2024: বঙ্গ রাজনীতির সুপার সানডে! জেলা থেকে ব্রিগেডের পথে কর্মী-সমর্থকরা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটের আগে তৃণমূলের মেগা ইভেন্টে। রবিবার তৃণমূলের 'জনগর্জন' সভা। এই নিয়ে চতুর্থবার ব্রিগেড করছে ঘাসফুল শিবির।

লোকসভা ভোটের আগেই রাজ্যে আসা শুরু করে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই বেশ কয়েকটি সভা করে তৃণমূল বিরোধী হাওয়া তোলার চেষ্টা করছে বিজেপি।

সন্দেশখালি নিয়ে শাসকদল খানিকটা হলেও বেকায়দায়। এরকম এক পরিস্থিতিতে রবিবার তৃণমূলের ব্রিগেড। ফলে দলের কর্মী সমর্থকরা তাকিয়ে রয়েছে লোকসভা ভোটের আগে কী বার্তা দেন দলনেত্রী ও দলের সেনাপতি।

ওই সভায় যোগ দিতে ইতিমধ্যেই জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতার ব্রিগ্রেডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। লোকসভা নির্বাচনের পূর্বে নেতার ডাকে জনগর্জন সভায় যোগ দান করতে কাতারে কাতারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা রওনা দিয়েছে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে।

আরও পড়ুন: TMC Brigade 2024: আজ তৃণমূলের 'জনগর্জন' সভা, লোকসভা ভোটের আগে কী বার্তা দলনেত্রীর, তাকিয়ে কর্মী-সমর্থকরা

রবিবার ভোরের আলো ফোটার পরেই কাটোয়া স্টেশন থেকে ট্রেনে করে কলকাতার ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অগণিত সমর্থক। কাটোয়া মহকুমা থেকে শুরু করে কাটোয়া সংলগ্ন মুর্শিদাবাদ, নদিয়া এমনকি উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেস সমর্থকগন কাটোয়া স্টেশন থেকে ট্রেন ধরে রওনা দিচ্ছেন আজকের জনগর্জন সভার উদ্দেশ্যে।

আসানসোল স্টেশন থেকেও ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সমর্থকরা। আসানসোল শিল্পাঞ্চলের পাশ্ববর্তী এলাক থেকে শুরু করে জামুরিয়া, রানিগঞ্জ অন্ডাল, কুলটি, বারাবনি, বার্ণপুর সংলগ্ন এলাকা ছাড়া বাংলা লাগোয়া ঝাড়খণ্ড থেকেও বহু তৃণমূল কংগ্রেস সমর্থকগন ট্রেন ধরে রওনা দিলেন আজকের জনগর্জন সভার উদ্দেশ্যে।

নবদ্বীপ স্টেশন থেকে রেল পথে কলকাতার  উদ্দেশ্যে রওনা দিলেন কালনার পূর্বস্থলীর দক্ষিণ বিধান সভার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। দলীয় পতাকা নিয়ে প্রথম সারিতেই ছিলেন স্বপন বাবু। মানুষ আসা শুরু করেছে দুর্গাপুর এবং খড়গপুর থেকেও।

আরও পড়ুন: Kolkata East West Metro: আগামী সপ্তাহেই গঙ্গার নীচ দিয়ে ছুটবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো, বিস্তারিত জানাল কর্তৃপক্ষ

সকালেই বর্ধমান স্টেশন চত্তরে জমায়েত হন তৃণমূল কর্মীরা। মূলত বর্ধমান শহর ও শহর সংলগ্ন এলাকার তৃণমূল কর্মীরা এখানে জমায়েত হন। আগত কর্মীদের জন্য স্টেশন চত্ত্বরে খোলা হয় সহায়তা কেন্দ্র। এখানে তৃণমূল কর্মীদের টিফিন, জল ও ব্যাচ দেওয়া হয়। সহায়তা কেন্দ্রে উপস্থিত বিধায়ক খোকন দাস, শম্পা ধারা সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

ব্রিগেডে জনগর্জন সভার গর্জন শোনা গেলে শহরতলীর ট্রেনে। কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক ব্রিগেড মুখি। ব্যান্ডেল হাওড়া,বর্ধমান হাওড়া কাটোয়া হাওড়া লোকাল সহ শহরতলীর লোকাল ট্রেনে সকাল থেকে উপচে পড়া ভিড়। তৃণমূল পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে জেলা থেকে হাওড়ায় সেখান থেকে ব্রিগেড।

দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড় থেকে ক্যানিং থেকে ট্রেনে ও বাসে করে তৃণমূল কর্মী সমর্থক ও বিধায়করা রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। এমনকি সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকেও নদীপথে পারাপার হয়ে ক্যানিং থেকে ট্রেনে চেপে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূলের সমর্থকরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.