Kunal Ghosh, Suvendu Adhikari: 'এক হোমোসেক্সুয়াল নেতা জানাজানির ভয়ে রক্ষীকে খুন করলেন...পুলিস জানাক কে সে' বিস্ফোরক কুণাল

Kunal Ghosh, Suvendu Adhikari: "শুভেন্দু আগে জবাব দিক, ও পালিয়ে গেল কেন? ওঁর সঙ্গে মহিলার কী সম্পর্ক? ওঁর শারীরিক, মানসিক প্রবলেম রয়েছে। আমি বলতে পারব না, সেটা মেডিক্যাল পরীক্ষার বিষয়" কুণাল ঘোষ। এমনকী, শুভেন্দু অধিকারী সমকামী কি, সমকামী নন, সেটা নিয়েও মন্তব্য করবেন বলে জানান তৃণমূল নেতা।  

Updated By: Sep 15, 2022, 03:28 PM IST
Kunal Ghosh, Suvendu Adhikari: 'এক হোমোসেক্সুয়াল নেতা জানাজানির ভয়ে রক্ষীকে খুন করলেন...পুলিস জানাক কে সে' বিস্ফোরক কুণাল
প্রতীকী ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার বিস্ফোরক কুণাল ঘোষ (Kunal Ghosh)। দেহরক্ষী রহস্য মৃত্যুর ঘটনায় বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল (TMC) মুখপাত্র। বিজেপির (BJP) নবান্ন অভিযানের দিন 'ডোন্ট টাচ মাই বডি...' মন্তব্য নিয়ে সরাসরি কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "ওঁকে কেন আক্রমণ করব? এবার সামনে যদি এমন খোরাক পাওয়া যায়, তার পিছনে মানুষ লাগবে না তো কী করবে? ডোন্ট টাচ মাই বডি... ডোন্ট টাচ মাই বডি বলে মহিলাদের মতো আচরণ করবে, আর ওঁকে কিছু বলা হবে না? পুলিশের আবার মহিলা, পুরুষ কী? শুভেন্দু চাপে পরে গিয়েছে। একটা খিল্লি। পুরুষ না মহিলা ঠিক নেই নিজের।"

শুভেন্দু অধিকারীকে 'ক্লিব বিরোধী দলনেতা' বলেও কটাক্ষ করেন তিনি। তৃণমূল (TMC) মুখপাত্র দাবি করেন, "শুভেন্দু অধিকারী জ্ঞানবন্ত সিংকে দেখেছেন বলেছেন। উনি তো ওখানে ছিলেনই না। শুভেন্দু আসলে মহিলাকে পুরুষ দেখছেন। নিজেকে কী ভাবছেন কে জানে...শুভেন্দু আগে জবাব দিক, ও পালিয়ে গেল কেন? ওঁর সঙ্গে মহিলার কী সম্পর্ক? ওঁর শারীরিক, মানসিক প্রবলেম রয়েছে। আমি বলতে পারব না, সেটা মেডিক্যাল পরীক্ষার বিষয়।" 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'ডোন্ট টাচ মাই বডি'; সপ্তপদীর রিনা ব্রাউন! শুভেন্দুকে কটাক্ষ জুন মালিয়ার

এরপরই আরও বিস্ফোরক অভিযোগ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, "আমরা ব্যক্তিগত আক্রমণ চাই না। শুভেন্দু অধিকারী সিবিআই, ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়ে কুরুচিকর মন্তব্যের সূত্রপাত করেছেন। শুভেন্দু আগে তালিকা দিয়ে বলুন, ওঁর পরিবারের কে কে, কোন কোন পদে ছিলেন...কোনও এক নেতার ব্যক্তিগত দেহরক্ষিকে খুনের অভিযোগ রয়েছে। হোমোসেক্সুয়ালিটির বিষয় উঠে আসছে। কেন সেই তদন্ত থমকে থাকবে...একজন যৌন বিকৃত হোমোসেক্সুয়াল নেতা তাঁর ব্যক্তিগত রক্ষীকে যৌন নির্যাতন করলেন এবং পরে জানাজানি হয়ে যাওয়ার ভয়ে তাঁকে খুন করলেন...পুলিস জানাক কে সেই নেতা?" এরপর  বিধিবদ্ধ সতর্কীকরণ হিসেবে তৃণমূল নেতা জানান, তিনি শুভেন্দু অধিকারীর কথা বলছেন না। এমনকী, শুভেন্দু অধিকারী সমকামী কি, সমকামী নন, সেটা নিয়েও মন্তব্য করবেন বলে জানান কুণাল ঘোষ। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

.