রাজ্যে সেনা সমীক্ষা, প্রতিবাদে রাজভবনের সামনে তৃণমূল বিধায়কদের ধরনা
রাজ্যে সেনা মোতায়েন বিতর্কে, প্রতিবাদে পথে নামল তৃণমূল। রাজভবনের সামনে শুরু হয়েছে তৃণমূল বিধায়কদের ধরনা। চলছে অবস্থান-স্লোগান। আজ বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে ধরনার সিদ্ধান্ত নেওয়া হয়।
ওয়েব ডেস্ক : রাজ্যে সেনা মোতায়েন বিতর্কে, প্রতিবাদে পথে নামল তৃণমূল। রাজভবনের সামনে শুরু হয়েছে তৃণমূল বিধায়কদের ধরনা। চলছে অবস্থান-স্লোগান। আজ বিধানসভায় পরিষদীয় দলের বৈঠকে ধরনার সিদ্ধান্ত নেওয়া হয়।
শাসক দলের সাফ হুঁশিয়ারি, সেনা প্রত্যাহার না হলে ধরনা চলবে। আন্দোলনে সামিল পার্থ চ্যাটার্জি, সুব্রত মুখার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চ্যাটার্জি, পূর্ণেন্দু বসু সহ সব বিধায়করাই। অন্যদিকে, সেনা সমীক্ষা নিয়ে রাজ্য-কেন্দ্র বিরোধ তুঙ্গে। একদিকে পর্রীক্কর মমতা ব্যানার্জিকে হুঁশিয়ার করেছেন যে অযথা রাজনীতি না করতে। অন্যদিকে, রাজ্য সরকারের আপত্তি উপেক্ষা করেই আজ ১৯টি জায়গায় সমীক্ষা চালাচ্ছে সেনা।
আরও পড়ুন, রাজ্যে সেনা নামানো নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর