কাউন্সিলরের নেতৃত্বে গড়িয়া স্টেশনে রেল অবরোধকারী চিটফান্ড ক্ষতিগ্রস্তদের উপর হামলা চালাল তৃণমূল

গড়িয়া স্টেশনে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের বিক্ষোভে হামলা করল তৃণমূল কংগ্রেস। সোনারপুর রাজপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জির নেতৃত্বে হামলা হয় অবরোধকারীদের উপর। আগের ঘোষণা মতোই আজ সকালে রাজ্যের বিভিন্ন এলাকার মতো গড়িয়া স্টেশনেও অবরোধ শুরু করেন চিটফান্ডে প্রতারিতরা।

Updated By: May 2, 2014, 11:42 AM IST

গড়িয়া স্টেশনে চিটফান্ড ক্ষতিগ্রস্তদের বিক্ষোভে হামলা করল তৃণমূল কংগ্রেস। সোনারপুর রাজপুর পুরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জির নেতৃত্বে হামলা হয় অবরোধকারীদের উপর। আগের ঘোষণা মতোই আজ সকালে রাজ্যের বিভিন্ন এলাকার মতো গড়িয়া স্টেশনেও অবরোধ শুরু করেন চিটফান্ডে প্রতারিতরা।

অবরোধ তুলতে আসে আরপিএফ, জিআরপি। বুঝিয়ে সুজিয়ে অবরোধ তোলার চেষ্টা করছিলেন তাঁরা।

এরপরেই আসরে নামে তৃণমূল। শুরু হয় অবরোধকারীদের সঙ্গে কথা কাটাকাটি, ধস্তাধস্তি।

আচমকাই চিটফান্ডের প্রতারিতদের উপর হামলা শুরু করেন তৃণমূল কর্মীরা।

তৃণমূল কর্মীদের রোষের মুখে পড়ে ২৪ ঘণ্টা।

পুরো ঘটনার সময়ই গড়িয়া স্টেশনে হাজির ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার দুনম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস মুখার্জি।

তৃণমূল কর্মীরাই অবরোধকারীদের সরিয়ে দিয়ে ট্রেন চলাচল শুরু করিয়ে দেন। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না এক বিক্ষোভকারী ও এক নিত্যযাত্রীর।তৃণমূল কর্মীরাই তাঁদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে এলাকার একটি পুকুরের পাশে গুরুতর আহত অবস্থায় খোঁজ পাওয়া যায় একজনের।

অবরোধ দেখে রেল লাইন ধরেই হেঁটে আসছিলেন তাঁরা। তখনই হঠাত্ তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা। চলে মারধর। তার পর থেকেই খোঁজ নেই কালাম হোসেনের। ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন কালাম হোসেনের সহযাত্রী তন্দ্রিমা চক্রবর্তী।

.