আজ মহাসপ্তমী, নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল পুজোর উপাচার

আজ মহাসপ্তমী। উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগগণের দিকে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল আজকের পুজোর উপাচার। ষষ্ঠীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে কলকাতা। সপ্তমীতে সেই উত্সাহ আরও কয়েকগুণ বেড়ে যাবে। হাওয়া অফিস জানিয়েছে, সকালে বৃষ্টি হলেও সন্ধের পর আর সেই সম্ভাবনা নেই। হলেও অবশ্য কুছ পরোয়া নেহি। বছর ভরের অপেক্ষা এই তো কটা দিনের জন্য। তাই মণ্ডপে মণ্ডপে ঘোরা, চুটিয়ে আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়ায় মজেছে গোটা রাজ্য।

Updated By: Oct 1, 2014, 09:01 AM IST
আজ মহাসপ্তমী, নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল পুজোর উপাচার

ওয়েব ডেস্ক: আজ মহাসপ্তমী। উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগগণের দিকে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল আজকের পুজোর উপাচার। ষষ্ঠীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে কলকাতা। সপ্তমীতে সেই উত্সাহ আরও কয়েকগুণ বেড়ে যাবে। হাওয়া অফিস জানিয়েছে, সকালে বৃষ্টি হলেও সন্ধের পর আর সেই সম্ভাবনা নেই। হলেও অবশ্য কুছ পরোয়া নেহি। বছর ভরের অপেক্ষা এই তো কটা দিনের জন্য। তাই মণ্ডপে মণ্ডপে ঘোরা, চুটিয়ে আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়ায় মজেছে গোটা রাজ্য।

সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের পালা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে মণ্ডপ দেখার লাইনও পড়ে যায়। ষষ্ঠীর রাতে শহর জনজোয়ারে ভেসে যায়। এবার উত্তর কলকাতার ভিড়কে রীতিমত টেক্কা দিচ্ছে দক্ষিণ কলকাতা। চব্বিশ ঘণ্টা সেরা বারোয়ারির সম্মান ছিনিয়ে নিল চেতলা অগ্রণী। ২২ বছরের চৌকাঠে এসে এবার তাদের পুজোর থিম আনন্দ ধারা বহিছে ভুবনে। শিল্পী সনাতন দিন্দা। তাঁর ভাবনায় মণ্ডপ সেজে উঠেছে অচিন পাখির ধাঁচে।  শিল্পীর সেই ভাবনাই ছিনিয়ে নিয়েছে ২৪ ঘণ্টার সেরা বারোয়ারির সম্মান।

.