ট্রাম লাইন সোজা ঢুকে গেল মোটর সাইকেলের ভিতর

দীর্ঘদিন ধরেই বেহাল দশা ট্রাম লাইনের। একের পর এক দুর্ঘটনাও হয়ে চলেছে রফি আহমেদ কিদওয়াই রোডে। যদিও তাতে আদৌ ট্রাম কোম্পানি বা সরকারের টনক নড়েনি।  আজ সকালে রাস্তা থেকে উঠে আসা ট্রাম লাইন সোজা ঢুকে গেল মোটর সাইকেলের ভিতর।

Updated By: Nov 20, 2013, 04:12 PM IST

দীর্ঘদিন ধরেই বেহাল দশা ট্রাম লাইনের। একের পর এক দুর্ঘটনাও হয়ে চলেছে রফি আহমেদ কিদওয়াই রোডে। যদিও তাতে আদৌ ট্রাম কোম্পানি বা সরকারের টনক নড়েনি।  আজ সকালে রাস্তা থেকে উঠে আসা ট্রাম লাইন সোজা ঢুকে গেল মোটর সাইকেলের ভিতর।
এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এক শিশু সহ দুই বাইক আরোহী৷ প্রশাসনের অবহেলায় রীতিমতো মরণফাঁদ হয়ে উঠেছে নোনাপুকুর থেকে ওয়েলিংটন পর্যন্ত ট্রামলাইন সংলগ্ন রাস্তা।
সকাল সাড়ে ১০টা নাগাদ সন্তানকে সঙ্গে নিয়ে বাইকে চড়ে আসছিলেন গোলাম কাদির৷ রফি আহমেদ কিদোয়াই রোডে ট্রাম লাইনের ওপর হঠাত্‍ই তাঁর বাইকের চাকা পিছলে যায়৷
ট্রাম লাইনের একটি অংশ রাস্তা থেকে বেশ খানিকটা উঠে এসে বাইকের চাকা ফুঁড়ে ঢুকে যায়৷ বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী৷

.