বাঁকুড়ার ঘোড়া চলল মার্কিন মুলুকে, জার্মানি চলল বাংলার গয়না

কমলিকা সেনগুপ্ত

Updated By: Aug 21, 2018, 08:14 PM IST
বাঁকুড়ার ঘোড়া চলল মার্কিন মুলুকে, জার্মানি চলল বাংলার গয়না

কমলিকা সেনগুপ্ত

বাঁকুড়ার ঘোড়া এবার যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে, জার্মানি যাবে বাংলার গয়না আর ফ্রান্সের ক্রিসমাস সাজবে বাংলার সাজে। MSME conclave এ দুদিনে বাংলা হস্ত শিল্প বরাত পেয়েছে 113 কোটি টাকার। 40 দেশের প্রতিনিধিরা বাংলার বিভিন্ন হস্তশিল্পীরা কাজ দেখে মুগ্ধ। 1 crore আমেরিকা order দিয়েছে বাঁকুড়ার ঘোড়াতে, জার্মান নেবে 10 কোটি টাকার গয়না, ইটালিতে যাচ্ছে টেরাকোটা ল্যাম্প। আর ফ্রান্স এর ক্রিসমাস সাজ হবে বাংলার।

বাংলাকে বিশ্বের সামনে রাখার চেষ্টা করছে সরকার আর তাতেই সাড়া মিলছে। অমিত মিত্র MSME সম্মিলনে জানিয়েছেন এই সব অর্ডার দেওয়া হয়ে গেছে। তবে সময়ে সব সরবরাহ করার ওপর জোর দিতে হবে।
বাংলায় আশার ইচ্ছে প্রকাশ করেছে সুইত্জারল্যান্ডের আসবাব প্রস্তুতকারী সংস্থা IKEA। হায়দরাবাদের পর বাংলাও খুলতে পারে IKEA।

এবারের সম্মেলনে যোগ দেন বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধিরা। বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভার দেখে আপ্লুত তাঁরা। সোমবার সম্মেলনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষুদ্রশিল্পে দেশে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বাংলা। বাংলার ক্ষুদ্রশিল্প এবার বিশ্বে জায়গা করে নেবে। 

 

.