ATM Cash Withdrawal: জানেন, নতুন বছরেই বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ?

মুদ্রাস্ফীতির জেরে এটা ঘটেছে বলে জানা যাচ্ছে।

Updated By: Dec 14, 2021, 08:09 PM IST
ATM Cash Withdrawal: জানেন, নতুন বছরেই বাড়ছে ATM থেকে টাকা তোলার খরচ?

নিজস্ব প্রতিবেদন: এবার থেকে এটিএম থেকে টাকা তোলা হতে চলেছে আরও বেশি খরচ সাপেক্ষ। ২০২২ সালের ১ জানুয়ারি থেকে বাড়ছে এই খরচ। মুদ্রাস্ফীতির জেরে এটা ঘটেছে বলে জানা যাচ্ছে।

সাধারণত টাকা তোলার যে লিমিট একটা এটিএম কার্ডে থাকে, তার চেয়ে বেশি টাকা তুললেই গুনতে হবে এই বেশি টাকা। আরবিআই এ সংক্রান্ত নির্দেশিকাও জানিয়ে দিয়েছে। অ্যাক্সিস ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, গাইডলাইন মোতাবেক নির্ধারিত লিমিটের ঊর্ধ্বে কেউ টাকা তুললে তাঁকে অতিরিক্ত চার্জ দিতে হবে। এরকম প্রতিটি ট্র্যানজ্যাকশনের জন্য দিতে হবে ২১ টাকা, সঙ্গে থাকবে জিএসটি। মোটামুটি প্রতিটি ব্যাঙ্কই এই ধরনের লেনদেনের জন্য এই টাকা নতুন বছর থেকে নিতে থাকবে। 

যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের এটিএম-য়ে ৫টি লেনদেন ফ্রি। আর অন্য ব্যাঙ্কের এটিএম-য়ে ৩টি লেনদেন ফ্রি।

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: শনি কেতু রাহুর অশুভ প্রভাব একাই রুখে দেয় এই পাথরটি! জানেন সেটা কী?

.