Snana Yatra: দ্বারকার কৃষ্ণকে দেখে মুখ ফেরালেন বৃন্দাবনের রাধা! স্নানযাত্রার সঙ্গে এ ঘটনার কী যোগ জানেন?

কুরুক্ষেত্রের সেই স্নান-আয়োজনই স্নানযাত্রা। স্নানের পর যে ১৫ দিনের জ্বর তা আসলে রাধার বিরহজ্বালা। যোগমায়ার যে কুঞ্জ তা আসলে গুন্ডিচা বাড়ি। এই ভাবে জগন্নাথের স্নানযাত্রা পুরাণ ও ইতিহাসের সঙ্গে মিশে যায়।

Updated By: Jun 14, 2022, 12:52 PM IST
Snana Yatra: দ্বারকার কৃষ্ণকে দেখে মুখ ফেরালেন বৃন্দাবনের রাধা! স্নানযাত্রার সঙ্গে এ ঘটনার কী যোগ জানেন?

নিজস্ব প্রতিবেদন: হিন্দু পঞ্জিকা অনুসারে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত এক উৎসব। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষ্যে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দপুরাণে বলা হয়েছে, পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম বার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন।

পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। ভক্তদের বিশ্বাস, এদিন যদি পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাকে দর্শন করা যায়, তবে সকল পাপ থেকে তাঁরা মুক্ত হতে পারবেন।

১০৮ জলপূর্ণ ঘড়া দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয়। স্নানযাত্রার পরে জগন্নাথদেবের জ্বর আসে। স্নানযাত্রার পনেরো দিন পরে হয় নেত্রউৎসব। এই উৎসবে জগন্নাথের নয়ন খোলে বলে মনে করা হয়। পনেরো দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। আবার জনসাধারণ জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন।

তবে এই পুরো বিষয়টিই প্রতীকী বলে মনে করা হয়। কৃষ্ণের মা-বাবা, মানে দেবকী ও বসুদেবের একবার কুরুক্ষেত্রের সরোবরে স্নান করার ইচ্ছা হয়েছিল। কৃষ্ণ সদলবলে দ্বারকা থেকে আসেন। এদিকে দ্বারকা থেকে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে আসছেন জেনে খবরটি ব্রজে দিতে যান নারদ। সেখানে সকলেই কৃষ্ণবিরহে কাতর। যাইহোক নারদমুখে খবর জেনে রাধাকে নিয়ে গোপীরা আসেন কৃষ্ণদর্শনে। কিন্তু তাঁরা দ্বারকার রাজা কৃষ্ণকে চিনতে পারেন না। তাঁরা দূর থেকে কৃষ্ণকে দেখেই ফিরে যান। কিন্তু যোগমায়া তখন কুঞ্জ রচনা করে রাধা-কৃষ্ণের মিলন করাতে চান। এদিকে কৃষ্ণের মহিষী তা হতে দিতে চান না। যাই হোক, অনেকের মধ্যস্থতায় তা অবশেষে করা সম্ভব হয়।

কুরুক্ষেত্রের সেই স্নান-আয়োজনই স্নানযাত্রা। স্নানের পর যে ১৫ দিনের জ্বর তা আসলে রাধার বিরহজ্বালা। যোগমায়ার যে কুঞ্জ তা আসলে গুন্ডিচা বাড়ি। এই ভাবে জগন্নাথের স্নানযাত্রা পুরাণ ও ইতিহাসের সঙ্গে মিশে যায়।     

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Jagannath Dev Snana Yatra 2022: স্নানযাত্রাকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়! এ দিন জগন্নাথ দর্শনে কী ফল হয় জানেন?

.