Current Account Rules বাস্তবায়নে আরও সময় পেল ব্যাঙ্কগুলি, নয়া নির্দেশিকা RBI-এর

বাড়ল সময়সীমা

Updated By: Aug 4, 2021, 10:11 PM IST
Current Account Rules বাস্তবায়নে আরও সময় পেল ব্যাঙ্কগুলি, নয়া নির্দেশিকা RBI-এর

নিজস্ব প্রতিবেদন: কারেন্ট অ্যাকাউন্ট (Current Account) খোলা নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকায় আরও কিছুটা সময় পেল বাণিজ্যিক ব্যাঙ্কগুলি (Commercial Banks)। কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে নয়া নিয়ম লাগুর শেষ তারিখ ছিল চলতি বছরের ৩১ জুলাই। অবশষে বুধবার এক নির্দেশিকা জারি করে তা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

আরবিআইয়ের নির্দেশিকায় ব্যাঙ্কগুলিকে গোটা প্রক্রিয়া তদারকির জন্য বলা হয়েছে। হেড অফিস সহ আঞ্চলিক ও গ্রামীণ শাখাতেও নয়া নিয়ম লাগুর ফলে যাতে গ্রাহকরা অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: PPF Account Loan: ব্যাঙ্কের থেকেও সস্তায় লোন পিপিএফ-এ, কত সুদের হার জানেন?

কারেন্ট অ্যাকাউন্টের নয়া নিয়ম লাগুর ক্ষেত্রে  কোনো ব্যাঙ্ক যদি অসুবিধার সম্মুখীন হয় তবে সেক্ষেত্রে তাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়শনের সাহায্য নেওয়ার কথাও জানানো হয়েছে নয়া নির্দেশিকায়। 

আরও পড়ুন: RBI Cheque Rules: চেকবুক ব্যবহার করেন? রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম জানা না থাকলে বিপদ!

আরও পড়ুন: Post Office Scheme: এককালীন ২৫ হাজার টাকা বিনিয়োগে ২১ লাখ পর্যন্ত আয়! জানুন কীভাবে

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.